ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচকেটিডিসি ইন্টারন্যাশনাল আইসিটি ফেয়ারে ‘বিসিএস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
এইচকেটিডিসি ইন্টারন্যাশনাল আইসিটি ফেয়ারে ‘বিসিএস’

হংকং’এ অনুষ্ঠিতব্য এশিয়ার অন্যতম ‌প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘এইচকেটিডিসি ইন্টারন্যাশনাল আইসিটি ফেয়ার ২০১৪‘তে’ অংশগ্রহণ করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস)।

সমিতির ২০ সদস্যের প্রতিনিধি দলটি হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, বায়ারস ফোরাম, আইসিটি অ্যাওয়ার্ডস, স্মার্ট সিটি ফোরাম, এক্সিবিটরস ফোরাম, আইসিটি নেটওয়ার্কিং ককটেল রিসিপশন অনুষ্ঠান এবং মূল প্রদর্শনীসহ বিভিন্ন সেমিনার, বিজনেস-টু-বিজনেস, ওয়ান-টু-ওয়ান আলোচনায় অংশ নেবেন।



এসব কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে হংকংয়ের বিনিয়োগকারী শিল্পোদ্যোক্তা ও আইসিটি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ, আইসিটি শিল্প কারখানা স্থাপন এবং নতুন প্রযুক্তিপণ্য ব্যবসার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণে আহ্বান জানাবেন। এছাড়া এ লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের ধারণা তথা বাংলাদেশের তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রা এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচারণা চালাবেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।