ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়ার সাশ্রয়ী পণ্য-সারিতে ‘২২৫’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
নকিয়ার সাশ্রয়ী পণ্য-সারিতে ‘২২৫’

খ্যাতনামা ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা  নকিয়া সাশ্রয়ী পণ্যের সারিতে আরো একটি মোবাইল যোগ করেছে। এ প্রজন্মের উপযোগী অতি চিকন গড়নের নকিয়া ২২৫  মডেলটি ইন্টারনেট ফোন বলেও অভিহিত হচ্ছে।

ডলারে পণ্যটির দাম ৫৪ এবং ইউরোতে ৩৯। সিঙ্গেল, ডুয়েল দুই প্রকারেই আসছে ২২৫।

নকিয়ার দাবি, পণ্যটির স্ট্যান্ডবাই টাইম ৩৬ দিন। এতে ২ মেগাপিক্সেলের ক্যামেরা, ভিডিও রেকর্ডিং সুবিধা  এবং ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি সুবিধা রয়েছে। ৫১ ঘণ্টা পর্যন্ত টানা এমপিথ্রি উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা । ২.৮ ইঞ্চি পর্দার এ ফোনে নকিয়ার ক্লাউড পাওয়ার এক্সপ্রেস ব্রাউজার পূর্বস্থাপিত রয়েছে।    ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক, টুইটার পেয়ে যাবে মূল পর্দাতেই। এছাড়া ব্লক ব্রেকার থ্রি, দ্য অ্যাভেঞ্জার, রিয়েল ফুটবলসহ মোট ৫টি গেমস দেওয়া আছে।

তথ্য মতে, নির্ধারিত বাজারগুলোতে পণ্যটির সরবরাহ কার্যক্রম শুরু হবে চলতি বছরের দিতীয় অর্ধ থেকেই। সাদা, কালো, সবুজ, হলুদ ও লাল  ৫ টি রঙে আসছে নকিয়া ২২৫ । ১০০ গ্রাম ওজনের ২২৫’র পুরুত্ব মাত্র ১০.৪ মিলিমিটার । ব্লুটুথ ৩.০, ৩.৫ মিমি. অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি চার্জার, এফএম রেডিও সহ দরকারি সব সুবিধায় থাকছে এ পণ্যে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।