ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাতক্ষীরায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
সাতক্ষীরায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।



‘নব প্রযুক্তির উন্মেষ, উন্নত করবে দেশ’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেলোর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লস্কার তাজুল ইসলাম, মেলা উদযাপন কমিটির আহবায়ক ও সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সুদেব কুমার, প্রভাষক অলিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে জড়িত। আধুনিক জীবনযাপনে বিজ্ঞান ছাড়া চলা অসম্ভব। তাই বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আরো আন্তরিকতার পরিচয় দিতে হবে।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ বছর মেলায় বিভিন্ন স্কুল, কলেজ, বিজ্ঞান ক্লাব ও সংগঠনসহ মোট ২৮টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে।

মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে ৬টা প্রর্যন্ত চলবে এবং শনিবার বিকালে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।