ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ইনফো সরকার-৩ কি চাই’ শীর্ষক কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
‘ইনফো সরকার-৩ কি চাই’ শীর্ষক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তথ্যপ্রযুক্তির সেবা তৃণমূলে পৌঁছে দিতে হবে। দেশব্যাপী তথ্যপ্রযুক্তির উন্নয়নে সরকারের যে প্রয়াস তা দেশের সর্বত্রের মানুষের কাছে বিশ্বাসযোগ্য করতে হবে।

ডিজিটাল বাংলাদেশের মূল কথাই হলো জনগণ সেবার পেছনে ছুটবে না, বরং সেবাই পৌঁছে যাবে মানুষের কাছে। বিষয়টি অনুধাবন করে বর্তমান সরকার শহর ও গ্রামাঞ্চলের ডিজিটাল বৈষম্য নিরসনে গ্রামীণ জনগোষ্ঠীকে ডিজিটাল সেবা আওতায় আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইনফো সরকার-৩ এর পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে তথ্যপ্রযুক্তিতে শহর ও গ্রামাঞ্চলের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হয়।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত ‘ইনফো সরকার-৩ কি চাই’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালার প্রধান আলোচক ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিশেষ আলোচক ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । আরও অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দীন, বেসিসের সভাপতি শামীম আহসান।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।