ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের সঙ্গে সফটউইন্ডটেক’র পথচলা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
গুগলের সঙ্গে সফটউইন্ডটেক’র পথচলা

ঢাকা: গুগলের পার্টনার হয়েছে দেশের বৃহ‍ৎ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজি এজেন্সিস সফটউইন্ডটেক।

দু’টি প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী এখন থেকে সোশ্যাল মিডিয়া অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওয়েব সাইট ডিজাইন অ্যান্ড অ্যাপ্লিকেশন, ডিসপ্লে অ্যাডভারটাইজিং প্রভৃতি বিষয়ক প্রতিষ্ঠান সফটউইন্ডটেক সরাসরি গুগল থেকে ইন্ডাস্ট্রি ইনসাইটস, কেস স্টাডিজ, ফ্রেশ মার্কেটিং রিসোর্সেস হালনাগাদ করবে।



দু’টি প্রতিষ্ঠানের এ ধরনের যৌথ সেবা ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশি উদ্যোক্তাদের সাহায্য করবে।

সফটউইন্ডটেক’র চেয়ারম্যান শফিউল ভূইয়া এ সম্পর্কে বলেন, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য গুগলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে গ্রাহকদের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করে যাবো।

প্রধান নির্বাহী কর্মকর্তা মইনুর হুসাইন চৌধুরী বলেন, বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল যোগাযোগ শিল্পে এটি একটি মাইলফলক। এর মাধ্যমে দেশের ভেতরে আরও বেশি ব্যবসার সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।