ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০০টি আউটসোর্সিং অ্যাওয়ার্ড দিচ্ছে বেসিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
১০০টি আউটসোর্সিং অ্যাওয়ার্ড দিচ্ছে বেসিস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ‘আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪’ এর আয়োজন করেছে। বরাবরের মতো এ বছরেও তথ্যপ্রযুক্তির বিভিন্ন শাখায় আউটসোর্সিং’র মাধ্যমে বৈদিশিক আয় এবং দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতিদানে বেসিস দেশব্যাপী সেরাদের এ অ্যাওয়ার্ড প্রদান করবে।



আগামীকাল ইনষ্ট্রিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিয়ারস, বাংলাদেশে আয়োজিত এ অনুষ্ঠানে ৪টি পৃথক ক্যাটাগরিতে ১০০টি অ্যাওয়ার্ড গ্রহন করবে ১৫টি সেরা আউটসোর্সিং প্রতিষ্ঠান, ব্যক্তি পর্যায়ে ১৮টি,  সেরা ৩ জন মহিলা আউটসোর্সার সহ জেলাভিত্তিক সেরা ৬৪ জন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করবেন। আরো থাকবেন বেসিস সভাপতি শামীম আহসান, বেসিস উধ্বর্তন নেতৃবৃন্দ এবং পৃষ্ঠপোষক ও সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।