ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বিক্রয়ে’ বিজ্ঞাপন দিয়ে ট্যাব পেলেন ৩ জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
‘বিক্রয়ে’ বিজ্ঞাপন দিয়ে ট্যাব পেলেন ৩ জন

ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষে বিক্রয় ডট কম আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিন প্রতিযোগী সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি পেয়েছেন।

ঘরের পুরানো দ্রব্যসামগ্রী বিক্রি করে প্রতি সপ্তাহে জিতে নিন সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি প্রতিযোগিতা চলাকালীন বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দিয়ে তারা এ পুরস্কার জিতেছেন।



বিজয়ীরা হলেন, আলেয়া বেগম, মো. শফিকুল বারি এবং মো. মুশফিকুর গৌরী।

বৃহস্পতিবার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একটি করে সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি তুলে দেন বিক্রয় ডট কমের বিপণন কর্মকর্তা ঈশিতা শারমিন।

বিক্রয় ডট কম-এর কাছ থেকে পুরস্কার পেয়ে আনন্দিত জানিয়ে বিজয়ীদের একজন সরকারি চাকুরীজীবী মো. শফিকুল বারি বলেন, এই সাইটের শুরু থেকেই আমি বিজ্ঞাপন পোস্ট করে আসছি এবং পুরানো সোফা, খাট, ডাইনিং টেবিল, তৈজসপত্র বিক্রি করে ইতোমধ্যে অনেক লাভবান হয়েছি। এরমধ্যে এই ট্যাব পাওয়াটা ছিল একেবারেই আমার প্রত্যাশার বাইরে।

প্রতিযোগিতা সম্পর্কে ঈশিতা শারমিন জানান, বিক্রয় ডট কম নতুন বছরের শুরুতে এর বিজ্ঞাপনদাতাদের পুরস্কৃত করতে এবং অনলাইন সাইট ব্যবহারে তাদের উৎসাহ আরো বাড়িয়ে দিতে এই আয়োজন করেছে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট ‘বিক্রয় ডট কম’  গত ২৬ মার্চ থেকে তাদের বিজ্ঞাপনদাতাদের প্রতি সপ্তাহে একটি করে সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নেওয়ার এ প্রতিযোগিতা শুরু করেছিল যা গত ১৫ এপ্রিল শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।