ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক প্রিয়জনদের জন্য ‘হটকেক’ অফার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
বাংলালিংক প্রিয়জনদের জন্য ‘হটকেক’ অফার

ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক দেশজুড়ে প্রিয়জন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘হটকেক’ অফার।

যার মধ্য দিয়ে প্রিয়জন প্লাটিনাম, গোল্ড এবং সিলভার গ্রাহকগণ ZTE হ্যান্ডসেট কিনতে পারবেন আকর্ষণীয় ও কম মূল্যে।



প্রিয়জন প্লাটিনাম এবং গোল্ড সদস্যদের জন্য ZTE হ্যান্ডসেটের বিশেষ মূল্য ৩৫০০ টাকা। সঙ্গে থাকছে বোনাস ১ জিবি ডেটা। প্রিয়জন সিলভার সদস্যদের জন্য ZTE হ্যান্ডসেটের বিশেষ মূল্য ৪২০০ টাকা। সঙ্গে থাকছে বোনাস ১ জিবি ডেটা।

এই স্পেশাল ZTE ZTEV807 হ্যান্ডসেট অফারটি সব বাংলালিংক প্রিয়জন প্লাটিনাম, গোল্ড এবং সিলভার গ্রাহকের (শুধুমাত্র প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল) জন্য প্রযোজ্য।

গ্রাহক যখন বাংলালিংক কেয়ার সেন্টারে যাবেন এজেন্ট তখন গ্রাহকের প্রিয়জন স্ট্যাটাস জানতে গ্রাহকের মোবাইল নাম্বার লিখে এসএমএস করবে ৩০৪০ নাম্বারে।

এজেন্টকে গ্রাহকের প্রিয়জন স্ট্যাটাসসহ গ্রাহকের জন্য নির্দিষ্ট হ্যান্ডসেট অফার মূল্য জানিয়ে একটি পরবর্তী এসএমএস পাঠানো হবে।

একইসঙ্গে গ্রাহকও তার প্রিয়জন স্ট্যাটাসসহ তার জন্য নির্দিষ্ট হ্যান্ডসেট অফার মূল্যসহ একটি পরবর্তী এসএমএস পাবেন। গ্রাহকের ক্রয় নিশ্চিত করার জন্য একটি পরবর্তী এসএমএস পাঠাতে হবে।

গ্রাহকের পরবর্তী এসএমএস এর ওপর ভিত্তি করে গ্রাহক এবং এজেন্ট উভয়কেই একটি ক্রয় নিশ্চিতকরণের এসএমএস পাঠানো হবে। গ্রাহক ক্রয় নিশ্চিত করার জন্য ৭২ ঘণ্টার মধ্যে ১ জিবি বোনাস ডেটা পেয়ে যাবেন। যার মেয়াদ ১ মাস।

এই অফারটি বাংলালিংক কর্মকর্তা, ডিসট্রিবিউটার এবং রিটেইলারদের জন্য প্রযোজ্য নয়। অফারটি স্টক থাকাকালিন সময় পর্যন্ত প্রযোজ্য। হ্যান্ডসেটের বিক্রয় পরবর্তী সেবা ZTE প্রদান করবে।

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক। যাদের প্রায় দুই কোটি ৯০ লাখ রয়েছে। বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ড্সভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।