ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আর্থ ক্লাব স্কুল ক্যাম্পেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
আর্থ ক্লাব স্কুল ক্যাম্পেইন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থক্লাব এপ্রিল-মে মাসব্যাপী তাদের ইভেন্ট 'পরিবেশগত স্কুল ক্যাম্পেইন' আয়োজন করতে যাচ্ছে। এ ইভেন্টের লক্ষ্য হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশগত বিষয় সম্পর্কে সচেতনতা বাড়ানো।



তাই প্রতিবছরই 'পরিবেশগত স্কুল ক্যাম্পেইন' সফল করার জন্য আর্থ ক্লাবের সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে ৫ম থেকে ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কয়েক ঘণ্টা ব্যয় করে, যাতে তারা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে এবং নিত্য দিনের ব্যাবহার করা জিনিসগুলো আবারো ব্যবহার উপযোগী করার শিক্ষা নিতে পারে।

আর্থ ক্লাব এর 'পরিবেশগত স্কুল ক্যাম্পেইন' এ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশগত বিষয় সম্পর্কে সচেতনতা বাড়ানো হয় যেখানে ছাত্র-ছাত্রীরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করে। এক থেকে দেড় মাসব্যাপী এই প্রচারাভিযানে আর্থ ক্লাবের সদস্যরা মোট ১০-১৫টি স্কুল পরিদর্শন করে।

পরিবেশগত স্কুল প্রচারাভিযানের প্রধান উদ্দেশ্য রাস্তায় ময়লা আবর্জনা ফেলা কমানোর জন্য সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশের ওপর বন্ধুত্বপূর্ণ আচরণ করার অভ্যাস গড়ে তুলা। আমাদের তরুণ প্রজন্মরাই দেশের ভবিষ্যৎ, আর এই প্রোগ্রামই তাদেরকে পরিবেশ সচেতন হওয়ার অনুপ্রেরণা দেয়।

এবারের 'পরিবেশগত স্কুল ক্যাম্পেইন' এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড। এ প্রোগ্রামটি সফল করার জন্য জনতা ব্যাংক লিমিটেড আর্থ ক্লাবকে সব প্রকারের সমর্থন দিচ্ছে। এছাড়া প্রোগ্রামটির মিডিয়া পার্টনার হচ্ছে দি ডেইলি নিউএজ, দৈনিক কালের কণ্ঠ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং রেডিও পার্টনার ঢাকা এফএম ৯০.৪।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।