ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-কমার্স মেলা এবার বরিশালে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
ই-কমার্স মেলা এবার বরিশালে

আগামী ৩০ এপ্রিল থেকে বরিশালে শুরু হচ্ছে তিনদিনের ই-বাণিজ্য মেলা। গত বছর ফেব্রুয়ারিতে ঢাকায় দেশের প্রথম ই-বাণিজ্য মেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় পর্যায়ক্রমে ৬টি বিভাগে ই-বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

সেই অনুযায়ী বিভাগীয় শহর বরিশাল মডেল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেলা।

ই-কমার্স সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে ইতিমধ্যে চট্রগ্রাম, সিলেট এবং লন্ডনে মেলা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালে মেলার আয়োজন উপলক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ বেপারী মেলা প্রসঙ্গে বলেন , "ই-কমার্স মেলার বর্তমান নাম ই-বিজনেস মেলা। ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরে এ মেলার আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে বরিশাল সহ অন্যান্য বিভাগ এবং দেশের বাইরে আমেরিকা, দুবাই, সৌদিআরব সহ আরও কয়েকটি দেশে ই-কমার্স মেলার প্রস্তুতি চলছে। আরও বলেন, আইসিটি’র মাধ্যমে স্থানীয় জনগণের উৎপাদিত দ্রব্যের প্রচার গতিশীল করা এবং তাদের ভাগ্য উন্নয়নই হলো মেলার উদ্দেশ্য।

উল্লেখ্য, মেলায় স্টল বরাদ্দ দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। বিভিন্ন আপডেট www.facebook.com/ECommerceFair  এবং অফিসিয়াল ওয়েবসাইট www.e-commercefair.com  থেকেও জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।