ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পিসি এইচপি প্যাভিলিয়ন ৫০০-০২৭এল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
নতুন পিসি এইচপি প্যাভিলিয়ন ৫০০-০২৭এল

স্মার্ট টেকনোলজিস লিমিটেড এনেছে এইচপি প্যাভিলিয়ন ৫০০-০২৭এল মডেলের ব্র্যান্ড পিসি। ইন্টেল কোরআইথ্রি-৩২৪০ মডেলের প্রসেসরযুক্ত পণ্যটির বিশেষ সুবিধায় রয়েছে মিডিয়া কার্ড রিডার এবং ওয়াইফাই।

এর অন্যান্য বৈশিষ্ট্য- ইন্টেল৬১ চিপসেট, ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম যা ১৬ গিগাবাইট পর্যন্ত বর্ধনযোগ্য, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, ইন্টেল গ্রাফিক্স মিডিয়া এক্সেলেটর কার্ড, সুপার মাল্টি ডিভিডি রাইটার, সাউন্ড কার্ড, ৩০০ ওয়াট পাওয়ার সাপ্লাই, ইউনিভার্সাল ইউএসবি কী-বোর্ড, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস এবং টাওয়ার চেসিস।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্যাভিলিয়ন ৫০০-০২৭এল এর দাম ৩৬ হাজার টাকা। আরো জানতে: ‘০১৭৩০৩১৭৭৩৩’।
  
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।