ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নাম পরিবর্তনে বিক্রি কমতে পারে নকিয়া হ্যান্ডসেটের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
নাম পরিবর্তনে বিক্রি কমতে পারে নকিয়া হ্যান্ডসেটের

ফিনল্যান্ড-ভিত্তিক মোবাইল ফোন প্রস্ত্ততকারক প্রতিষ্ঠান নকিয়া। গোটা বিশ্বে মোবাইল ব্র্যান্ড হিসেবে নকিয়া নামটি অতি পরিচিত।

সম্প্রতি নকিয়া আর মাইক্রোসফটকে নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর এক খবর হচ্ছে ‘খুব শীঘ্রই নাকি নকিয়ার নাম পাল্টে মাইক্রোসফট সংশ্লিষ্ট নাম’ হতে যাচ্ছে। কিন্তু এমন খবরের যথার্থতা কতটুকু তা নিয়ে আছে নানা প্রশ্ন। সম্প্রতি ফাঁস হওয়া এক চিঠিতে বলা হয়েছে অচিরেই নকিয়ার নাম হচ্ছে ‘মাইক্রোসফট মোবাইল’। এমনকি স্থান পরিবর্তনের জন্য তারা প্রস্ত্তত বার্তাটি তাও স্পষ্ট করছে।

অবশ্য, মাইক্রোসফটের ৭.২ বিলিয়ন ডলারে নকিয়ার মোবাইল বিভাগের অধিগ্রহণ নেওয়ার বিষয়টি লক্ষণীয়। ফাঁসকৃত তথ্য অনুযায়ী, ফিনিশ প্রতিষ্ঠানের মোবাইল বিভাগের নতুন নাম হবে ‘মাইক্রোসফট মোবাইল ওওয়াই’। এদিকে যারা বিষয়টি নিয়ে অনিশ্চয়তায় রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে নকিয়া নতুন নামে পরিবর্তন হবেনা। শুধুমাত্র কিনে নেওয়া বিভাগটিতে মাইক্রোসফটের নিয়ন্ত্রণ থাকবে। তাই ‘নকিয়া ওওয়াই’ মাইক্রোসফট মোবাইল ‘ওওয়াই’ হচ্ছেনা। ‘ওওয়াইজে’ আসলে ফিনল্যান্ড ভাষায় সংক্ষিপ্ত নাম যা পাবলিক লিমিটিড কোম্পানিকে বোঝায়।

এদিকে মাইক্রোসফটের এ কার্যক্রম কিভাবে ব্যবসায় প্রভাব ফেলবে তাও অনেকরই কাছে পরিস্কার নয়। কারণ বিশ্ব নকিয়া হ্যান্ডসট কেনে কেবল নকিয়া নাম দেখে।

আর নাম পরিবর্তনে নকিয়া পণ্যের বিশাল বিক্রির সীমা নিচে নামবে বলেও আশঙ্কা করছে প্রযুক্তি জগতের লোকজন। আরো ধারণা করা হচ্ছে বাজার প্রচারণায় মাইক্রোসফটের প্রচুর অর্থ খরচ হতে পারে। কারণ বিশ্ব মাইক্রোসফটের এই ব্র্যান্ড নামটি উপেক্ষাও করতে পারে।

এর আগে মাইক্রোসফটের নাম দেওয়া সার্ফেস সিরিজের সেরা দুই উইন্ডোজ ট্যাব কখনও নকিয়ার বিশাল বাজার ছুইতে পারেনি। কেননা এশিয়া-উপমহাদেশে এখনও নকিয়া পণ্যের বাজার প্রাণবন্ত বলছে বাজার বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।