ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাংবাদিকদের জন্য ফেসবুকের নতুন সেবা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
সাংবাদিকদের জন্য ফেসবুকের নতুন সেবা!

ঢাকা: এবার সাংবাদিকদের জন্য ‘এফবি নিউজওয়্যার’ নামে নতুন এক সেবা চালু করলো সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক।

মূলত সংবাদকর্মীদের বিষয়টি মাথায় রেখেই তারা এ সেবা চালু করেছে।

সংবাদকর্মীরা অন্য কোনো ঘটনা বা রিপোর্টিং নিয়ে ব্যস্ত থাকলেও নতুন যখনই ঘটনা, তখনই সংবাদ পেয়ে যাবেন এ সেবার মাধ্যমে।

বিষয়টি এমন, ফেসবুক ব্যবহারকারী যেখানেই থাকুন না কেন, ঘটনা ঘট‍ার সঙ্গে সঙ্গে তা তুলে দিতে পারবেন। ক্রেডিট লাইনে থাকবে তার ঠিকানা। বিষয়টি দেখে কর্তৃপক্ষ তা সংবাদ আকারে তুলে ধরবে।

এর মাধ্যমে সংবাদকর্মীরা যখনই ঘটনা তখনই পেয়ে যাবেন। ব্যবহার করতে পারবেন ব্রেকিং নিউজ হিসেবে।

নিউজ কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে ফেসবুক এ সেবা চালু করেছে। নতুন এ সেবার মাধ্যমে ছবি, কমেন্টস ছাড়াও সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও আপলোড করা যাবে।

গত ডিসেম্বরে নিউজ কর্পোরেশনের সঙ্গে ফেসবুকের এ বিষয়ে ২৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই হয়।

ফেসবুকের গ্লোবাল মিডিয়া পার্টনারশিপের পরিচালক অ্যান্ডি মিচেল বলেন, ফেসবুকে মানুষ এখন আগের চেয়ে বেশি পরিমাণে সংবাদ খুঁজে বেড়ান। বিয়ষটি আগে এমন ছিলনা।

তিনি বলেন, সংবাদকর্মী ও মিডিয়া, ফেসবুকের একটি অবিচ্ছেদ্য অংশ। আগামী দিনগুলোতে আমরা সংবাদকর্মী ও মিডিয়ার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে উদগ্রীব হয়ে আছি।
   
নতুন এ সেবার ফেসবুক অ্যাড্রেস -facebook.com/FBNewswire। এছাড়া টুইটার অ্যাড্রেস @FBNewswire।

ফেসবুকের এ উদ্যোগের ফলে প্রমাণিত হলো যে, সাধারণ মানুষ নিউজ পড়ার জন্য, জানার জন্য আগের চেয়ে অনলাইনের ওপর আরো বেশি নির্ভরশীল। সে কারণে তারা ফেসবুকে আরো বেশি নিউজ পড়তে চান।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।