ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়ার পরবর্তী সিইও রাজীব সুরি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
নকিয়ার পরবর্তী সিইও রাজীব সুরি রাজীব সুরি

ঢাকা: ভারতীয় বংশোদ্ভূত ৪৬ বছর বয়সী রাজীব সুরি নকিয়ার পরবর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হতে যাচ্ছেন বলে অসর্মথিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

নকিয়ার সিইও হওয়ার দৌঁড়ে যে ক’জনের নাম শোনা যাচ্ছে তার মধ্যে এগিয়ে আছেন সুরি।

১৯৯৫ সালে নকিয়ায় যোগদান করেন সুরি।

পরিকল্পনা পুর্নগঠন ও অলাভজনক ব্যবসা বন্ধের মাধ্যমে নকিয়ার নেটওয়ার্ক ডিভিশনের আওতাধীন নকিয়া সল্যুশন অ্যান্ড নেটওয়ার্ক (এনএসএন) বিভাগকে মুনাফায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুরি।

তবে এ বিষয়ে নকিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত সেপ্টেম্বরে ৫ দশমিক ৪ বিলিয়ন ইউরো’য় নকিয়াকে কিনে নেয় মাইক্রোসফট। গত ২১ এপ্রিল নকিয়ার মোবাইল বিভাগের নাম পরিবর্তন করে মাইক্রোসফট মোবাইল নাম করার ঘোষণা দেওয়া হয়।

এ চুক্তির পর চলতি বছরের প্রথম প্রান্তিকে নকিয়া কী পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করে তার অপেক্ষায় আছেন
শেয়ারহোল্ডাররা।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।