ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যাটেলাইট ছবিতে মধ্যপ্রাচ্যের বিলুপ্ত শহর

আবু তালহা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
স্যাটেলাইট ছবিতে মধ্যপ্রাচ্যের বিলুপ্ত শহর

ঢাকা: মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন শহর, সড়ক ও খাল। প্রাচীন ও ঐতিহ্যবাহী এসবের অনেক কিছুই হারিয়ে গেছে।

তবে আশার কথা হলো-এসব বিলুপ্ত শহর, রাস্তা ও খালের স্যাটেলাইট ছবি দিয়েছেন গবেষকরা।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে ইরাক, তুরস্ক এবং সিরিয়ায় এসব শহরের সন্ধান পাওয়া গেছে। যার কিছু কিছু এখনও অপরিচিত।

সম্প্রতি এক গবেষণার তথ্য তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য জুড়ে গবেষক দল স্যাটেলাইটে পাঠানো ছবি থেকে আনুমানিক সাড়ে চার হাজার পরিচিত কাঠামোর তালিকা তৈরি করেছেন। এছাড়া আরও ১০ হাজার কাঠামো রয়েছে, যা একেবারেই অনেকের কাছে অপরিচিত।

সবচেয়ে বড় অংশটি রয়েছে সিরিয়া এবং তুরস্কে। ধারণা করা হচ্ছে, ১২৩ একরের চেয়ে বেশি জায়গা জুড়ে দুটি শহর তাম্র যুগে গড়ে উঠে।

ছবিতে তৎকালীন বসবাসকারীদের নানা অভ্যাসের ছাপও স্পষ্টভাবে রয়েছে। একটি শহরের সঙ্গে অন্য শহরের সম্পর্ককেও দেখানো হয়েছে ওই ছবিগুলোতে।  

প্রায় দুই দশক আগে স্নায়ুযুদ্ধের শেষভাগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী স্পাই-স্যাটেলাইট দিয়ে এ ছবিগুলো ধারণ করে।

১৯৬০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ছবিগুলো স্যাটেলাইট দিয়ে ধারণ করা হয়। এরমধ্যে ১৯৬৭ থেকে ১৯৭২ সালের মধ্যে ১ কোটি ৮৮ হাজার ছবি ধারণ করে স্যাটেলাইট। ছবির আয়তন ছিল ১৯৩ কিলোমিটার লম্বা এবং ১৬ কিলোমিটার চওড়া।

এদিকে যুক্তরাষ্ট্রের ‍কাছে থেকে বিভিন্ন ছবি কিনে অধিকাংশ মানচিত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বর্তমানে বিলুপ্ত শহরের নকশা নির্ধারণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।