ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫ মে থেকে বরিশালে ই-বাণিজ্য মেলা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
১৫ মে থেকে বরিশালে ই-বাণিজ্য মেলা

আগামী ১৫ মে থেকে বরিশালে শুরু হচ্ছে তিনদিনের ই-বাণিজ্য মেলা। রোববার বরিশাল ডিসি অফিসের সভাকক্ষে মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মো: গাউস মেলার সময়সূচি পরিবর্তনের কারন উল্লেখ করে নতুন দিন ঘোষণা করেন। সেই অনুযায়ী ৩০ এপ্রিলের পরিবর্তে মেলা শুরু হবে ১৫ মে।

বিভাগীয় ডিসি শহীদুল আলমের সভাপতিত্বে মেলার বিস্তারিত উপস্থাপন করেন ই-বাণিজ্য মেলার সমন্বয়কারী মোহাম্মদ এহ্তেশাম উদ্দিন মাসুম।

জানানো হয়, ই-বাণিজ্য সম্পর্কে জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ আয়োজন। মেলা নিয়ে গৃহীত সিদ্ধান্তের মধ্যে  তিনদিনের এ মেলা ‘বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে’ অনুষ্ঠিত হবে। স্টল বরাদ্দে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ মে এর মধ্যে যোগাযোগ করতে হবে।

উপস্থিত অন্য বক্তারা ই-বাণিজ্য মেলার প্রয়োজনীয়তা এবং সুবিধাগত দিকগুলো নিয়ে আলোচনা করেন।

মেলার বিভিন্ন আপডেট জানা যাবে www.facebook.com/ECommerceFair এই ঠিকানায়। অফিসিয়াল ওয়েবসাইটে www.e-commercefair.com পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্যাদি।
 
উল্লেখ্য, গত বছর ঢাকায় অনুষ্ঠিত ই-বাণিজ্য মেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় পর্যায়ক্রমে ৬টি বিভাগে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-বাণিজ্য মেলা।


বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।