ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টাঙ্গাইলে বাংলালিংকের থ্রিজি সেবা চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
টাঙ্গাইলে বাংলালিংকের থ্রিজি সেবা চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক টাঙ্গাইলে থ্রিজি সেবা চালু করেছে।

মঙ্গলবার বিকেল ৫টায় এ উপলক্ষ্যে ‘সবার জন্য বাংলালিংক থ্রিজি’  স্লোগানে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

শহরের নিরালার মোড় থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে র‌্যালির উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভা মেয়র সহিদুর রহমান খান মুক্তি। এ সময় উপস্থিত ছিলেন, বাংলালিংকের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল কমার্শিয়াল হেড আসিফুজ্জামান, পি আর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম শাফিন, টাঙ্গাইল জেলা বাংলালিংকের ডিলার শাহাবউদ্দিন শিহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।