ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিসকে ডেলের সম্মাননা প্রদান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
বেসিসকে ডেলের সম্মাননা প্রদান ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)  তথ্যপ্রযুক্তি বান্ধব পরিবেশ তৈরিতে এবং বাংলাদেশকে বিশ্বের কাছে সুপরিচিত করতে বিশেষ ভূমিকা রাখায় ‘ডেল অ্যাপ্রিসিয়েশন নাইটে’ পেয়েছে ডেলের সম্মাননা। মঙ্গলবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে  বেসিসকে  এ সম্মাননা দেওয়া হয়।

ডেলের ইন্দোনেশিয়া এবং সাউথ এশিয়া ডেভলপিং মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক সালেহ এম ‘হাজী’মুন্সী এবং ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির বেসিস সভাপতি শামীম আহসানের হাতে সম্মাননা তুলে দেন।

বেসিস সভাপতি  এ সময় পুরস্কার বিজয়ী প্রত্যেককে অভিনন্দন জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে আহ্বান জানান। বেসিস নেতারা এ শিল্পের উন্নয়নে বিগত সময়ের ন্যায় একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডেল অ্যাপ্রিসিয়েশন নাইটে পুরস্কারপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলো “কম্পিউটার সোর্স, গ্লোবাল ব্যান্ড লিমিটেড, আর এম সিস্টেম লিমিটেড, ডেফোডিল কম্পিউটার্স,স্মার্ট টেকনোলজিস  লিমিটেড, রায়ান্স কম্পিউটার লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।