ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ৩, ২০১৪
শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

শেরপুর: শেরপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক।



এ সময় শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছারুয়ার জাহান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

হুইপ আতিউর রহমান আতিক অতিথিদের নিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় স্থাপিত ২১টি অনলাইনকুইজ, ই-সেবা সংক্রান্ত প্রামান্য অনুষ্ঠান, আউট র্সোসিং সেমিনার, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইটি ক্লাব অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা মে ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।