ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের বিশ্বে নতুনত্ব আনছে ‘অ্যামাজন থ্রিডি‘

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মে ৪, ২০১৪
স্মার্টফোনের বিশ্বে নতুনত্ব আনছে ‘অ্যামাজন থ্রিডি‘

অ্যামাজনের থ্রিডি স্মার্টফোনের ছবি আগেও ফাঁস হয়েছিল। তবে এবারে পণ্যটির বেশ কিছু ছবিসহ প্রযুক্তিগত অত্যাধুনিক বৈশিষ্ট্য তুলে ধরেছে বিজিআর।

মাধ্যমটি জানিয়েছে, প্রকাশিত এ ছবি অ্যামাজন থ্রিডি স্মার্টফোনের চুড়ান্ত নকশার ছবি। এটাও জানানো হয়, ফোনটি আগামী মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে যে সময়টি খুবই নিকটে। এছাড়া এতে থাকছে অ্যামাজনের ‘প্রাইম ডাটা’।

তথ্য মতে, স্মার্টফোনের বাজারে নতুনত্ব আনার লক্ষ্যে অ্যামাজন আসন্ন পণ্যটির প্রায় সমস্ত প্রস্ত্ততি শেষ করেছে। স্মার্টফোনের বাজারের নেতৃত্বযোগ্য পণ্যটির স্বতন্ত্র বৈশিষ্ট্য থ্রিডি ইন্টারফেস এবং ব্যবহারকারী এটি ইশারায় নিয়ন্ত্রণ করতে পারবে। এর আগে প্রকাশিত ছবিতে দৃশ্যমান হয় পণ্যটির সুরক্ষিত আবরণ।

এ মুহূর্তের ফাঁসকৃত ছবির কেবল মূল আকর্ষন থ্রিডি কার্যক্রম নয় আছে অ্যামাজনের প্রাইম ডাটা। ধারণা করা হচ্ছে বিক্রির গতিশীলতা আনতে যা প্রধান
হিসেবে কাজ করবে। বিজিআর আরও জানিয়েছে, প্রথম স্মার্টফোন হিসেবে এতে ওয়্যারলেস ডেটা প্লান অফার করা হবে। এছাড়া প্রচলিত ধারায় অর্থাৎ প্রতিষ্ঠানের কিন্ডল ফায়ার রেঞ্জের ট্যাবের সাথে এর সামঞ্জস্যতা থাকছে।
কিন্তু সুদৃশ্য পণ্যটির হোম সম্পর্কে কোনো তথ্য দেয়নি সুত্রটি।    

সম্প্রতি এক প্রতিবেদনের তথ্য মতে, ফোনটিতে ছয়টি ক্যামেরা থাকবে। যার চারটি পর্দার উপরে থ্রিডি ট্যাকিং‘র জন্য আর ফ্রন্ট ফেসিং একটি আর মূল ক্যামেরা থাকবে একটি। পর্দার আকার হবে ৪.৭ ইঞ্চি। এ মুহূর্তের খবর বলছে, এটি আরো কিছুটা বড় হবে। তবে অন্যসব পণ্যের মতো অবশ্য‌ই একহাতে ব্যবহারে অস্বস্তিকর হবেনা। ইশারায় নিয়ন্ত্রণ এবং একহাতে ব্যবহারের কথা ভেবেই এর ডিজাইন করা হয়েছে।

সফটওয়্যার সম্পর্কে দেওয়া তথ্য, গুগলের অ্যান্ড্রয়েড থাকছে যা অ্যান্ড্রেয়েড অপেন সোর্স প্রজেক্টে তৈরি। পণ্যটির অ্যাপস প্রতিষ্ঠানের নিজ মোবাইল অ্যাপ স্টোর থেকেই নিতে পারবে ব্যবহারকারী।

কিন্তু অভিনব বৈশিষ্ট্য থাকা সত্বেও দাম হবে অন্যান্য স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দীতা করার মতো। কেননা অ্যামাজন পণ্য বিক্রির মাধ্যমে মুনাফা চাইনা এমনটা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।