ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সরকারি কর্মকর্তাদের জন্য ইউএন-এপিসিআইসিটি’র প্রশিক্ষণ

‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ৪, ২০১৪
সরকারি কর্মকর্তাদের জন্য ইউএন-এপিসিআইসিটি’র প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে নেতৃত্বদানের উপযুক্ত করে গড়ে তোলার মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থার অগ্রগতি আনা সম্ভব। এ চিন্তা থেকে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের আইসিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান (ইউএন-এপিসিআইসিটি) 'একাডেমি অফ আইসিটি ইসেনশিয়ালস ফর গভর্নমেন্ট লিডারস' প্রোগ্রাম চালু করে।

এখন পর্যন্ত বিশ্বের অনেক দেশেই আইসিটি প্রশিক্ষণ বিষয়ক এ পোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতায় পোগ্রামটি বাংলাদেশেও শুরু করল (এপিসিআইসিটি)। ২৯ এপ্রিল বিসিসি ভবনের সভাকক্ষে 'একাডেমি অফ আইসিটি ইসেনশিয়ালস ফর গভর্নমেন্ট লিডারস' প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দীকি প্রধান অতিথি হিসেবে এবং ইউএন-এপিসিআইসিটি এর পরিচালক ড. হেইউন সুকরী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অুনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিসির কার্যনির্বাহী পরিচালক এস এম আশফাক হুসাইন এবং সঞ্চালনা করেন আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান।

দেশের ৬৪ জেলার নিম্ন এবং মধ্য পর্যায়ের ৮৪ জন কর্মকর্তাদের অংশগ্রহণে ২৮ থেকে ৩০ এপ্রিল তিনদিনের (টিওটি) প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিসিসির ৬টি আঞ্চলিক অফিস এবং দেশের নামকরা পাবলিক ট্রেনিং ইন্সটিটিউশনে কর্মকর্তারও অংশ নেন এতে।

উল্লেখ্য, ‘লিঙ্কেজ বিটুইন আইসিটি অ্যাপ্লিকেশনস অ্যান্ড মিনিংফুল ডেভলপমেন্ট, ই-গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনস এবং ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ এ তিনটি একাডেমিক মডিউলে প্রশিক্ষণ দেওয়া হয়। কোরিয়া এবং ভারতের স্বনামধন্য বক্তারা কর্মশালা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।