ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাগুরায় আউটসোর্সিং বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ৬, ২০১৪
মাগুরায় আউটসোর্সিং বিষয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: শুধুমাত্র আইটি বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে মাগুরায় বাড়িতে বসেই প্রতিমাসে কমপক্ষে ৫শ ডলার আয় করছেন সদ্য মাস্টার্স শেষ করা যুবক সোহাগ বিশ্বাস।
 
এ জন্য তার প্রয়োজন হচ্ছে না তেমন কোনো পূঁজি কিংবা অবকাঠামো।

অনলাইনে বিভিন্ন দেশ থেকে অর্ডার সংগ্রহ করে সেগুলি সম্পন্ন করে বায়ারদের কাছে পৌঁছে দিচ্ছেন অনলাইনে। এভাবেই তিনি বাড়িতে বসেই আয় করছেন এ টাকা। অন্য যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে একটি দক্ষ টিম তৈরি করে মাগুরায় বসেই বিশ্বমানের আয়ের স্বপ্ন দেখছেন তিনি।

মাগুরার কাটাখালি গ্রামের যুবক সোহাগ বিশ্বাসের মতো অনেক যুবকই এখন স্বপ্ন দেখছে অনলাইনে নিজের কর্মসংস্থানে। সেই সঙ্গে সক্ষম হচ্ছেন অন্য যুবকদের কর্মসংস্থানে। সামান্য কিছু প্রযুক্তি ও প্রশিক্ষণের সহায়তা পেলে এ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে জানালেন তারা।  

এ ধরনের যুবকদের আইটি অভিজ্ঞতাকে কাজে লাগাতে ও অন্য যুবকদের মধ্যে ছড়িয়ে দিতে  তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার জন্য সরকার সারাদেশে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রনার্স কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফ্রল্যান্সার টু এন্টারপ্রনার্স কর্মসূচির অংশ হিসেবে এক অবহিতকরণ সভায় এবিষয়ে যুবকদের অভিজ্ঞতার কথা সাংবাদিকদের জানানো হয়।  

অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাসুদ আহমদ।

সেখানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার মহম্মদুল্লাহ, সুজিত হাওলাদার, নকিব হোসেন খান, তরুণ উদ্যোক্তা সোহাগ বিশ্বাস, চঞ্চল বিশ্বাস প্রমুখ।

সভায় জানানো হয় আগামী ১১ মে সারাদেশে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রনার্স কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সুযোগ সুবিধার মাধ্যমে যুবকদের মুক্ত পেশাজীবি থেকে উদ্যোক্ত হিসেবে গড়ে তুলতে সহায়তা দেবে সরকার। এ কর্মসূচিকে সফল করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। সভায় জেলায় বিদ্যমান মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধার অপ্রতুলতার কথাও তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা,মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।