ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইবার সিকিউরিটি সচেতনতায় আইসিটি বিভাগের কর্মসূচি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ৬, ২০১৪
সাইবার সিকিউরিটি সচেতনতায় আইসিটি বিভাগের কর্মসূচি

একদিকে তথ্যপ্রযুক্তির বিপ্লব অন্যদিকে ভার্চুয়াল জগতে হ্যাকারদের  প্রচন্ড আক্রমণাত্মক প্রচেষ্টা।   ব্যক্তির তথ্য নিরাপত্তা, সম্পদের সুরক্ষা এখন হুমকির সম্মুখীন।

মুহুর্তেই রাষ্ট্রের নিরাপত্তাসহ সাইবার দুনিয়াকে তছনছ করে দিচ্ছে এ দলটি। ফলে  রাষ্ট্র যেমন  বিব্রত  তেমনি ব্যক্তি আতঙ্কিত।

রাষ্ট্র ও ব্যক্তিকে এ অবস্থা থেকে পরিত্রাণ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ইনসাইট বাংলাদেশ সাইবার সিকিউরিটি সচেতনতা বিষয়ক প্রকল্প গ্রহণ করেছে। পাশাপাশি সাইবার ক্রাইমের দন্ড সম্পর্কে অবহিত করা হবে।

প্রকল্পটি বাস্তবায়নে রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে  মঙ্গলবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আইসিটি বিভাগের পক্ষে সচিব নজরুল ইসলাম খান এবং ইনাসাইট বাংলাদেশের পক্ষে এড. তানভীর হাসান জোহা চুক্তপত্রে সই করেন।

এ সময় কর্মসূচির পরিচালক আইসিটি বিভাগের যুগ্মসচিব বিল্লাল হোসেন জানান, ১ বছর মেয়াদী এ প্রকল্পে রাজধানীসহ প্রতিটি জেলা, উপজেলা ও কলেজে সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। এছাড়া স্টেকহোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে সাইবার সিকিউরিটি ও সাইবার আইনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।