ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিমো সিরিজে ‘ভি১’ ছাড়ল ওয়ালটন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ৭, ২০১৪
প্রিমো সিরিজে ‘ভি১’ ছাড়ল ওয়ালটন

দেশিয় মোবাইল ব্র্যান্ড ওয়ালটন প্রিমো সিরিজে অক্টা কোর প্রসেসরযুক্ত একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে। আজ থেকেই ‘ভি১ মডেল’র এ স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ওয়ালটন মোবাইল বিভাগ সুত্র।



২২ হাজার ৯৯০ টাকা মূল্যের এ ফোনে রয়েছে সবশেষ প্রযুক্তির কিছু বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ১.৭ গিগাহার্জ অক্টা কোর এআরএমভি প্রসেসর(৮ কোর), আলট্রা শার্প ফুল এইচডি আইপিএসটু ওজিএস পর্দা, মালি ৪৫০ জিপিইউ, উচ্চক্ষমতার অডিও প্রিঅ্যামপ্লিফায়ার, অ্যান্ড্রয়েড ৪.৪ থেকে ৪.২.২ (জেলিবিন) সংস্করণ। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই উচ্চমানের প্রযুক্তির সমন্বয় থাকায় পণ্যটি দারুণ উপভোগ্য।

কালো রঙের সুদৃশ্য এ পণ্যের ৫.০ ইঞ্চি ফুল এইচডি পর্দায় ১০৮০ বাই ১৯২০ রেজ্যুলেশনে আউটপুট পাওয়া যাবে। এর দুটি সিম স্লটই থ্রিজি সমর্থিত এবং ডুয়্যাল কল ও ডুয়্যাল স্টান্ড বাই সুবিধা রয়েছে। র‌্যাম ২ জিবি, মেমোরি ১৬ জিবি যা প্রয়োজনে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়।

তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস থাকায় মাল্টিটাচ প্রযুক্তির পর্দায় পাঁচ আঙুলের অবাধ ব্যবহারে থাকা যায় চিন্তামুক্ত। এছাড়া মৃদু স্পর্শেই মিউট, পর্দায় ইচ্ছামত ঝটপট সর্বদিক চালনা এবং জেস্চার পদ্ধতিতে কিলেস ওয়াকআপ’র মতো চমৎকার সব কাজ করা যায়।

মাল্টিমিডিয়া বৈশিষ্ট্যে আছে ফ্ল্যাশ, অটো ফোকাস-সুবিধাযুক্ত মূল ক্যামেরা অমনিভিশন বিএসআই ১৩ এমপি, ভিডিও ফ্রন্ট ফেসিং ক্যামেরা বিএসআই  ৫ এমপি, ক্লিয়ার মোশন ভিডিও প্রযুক্তির ফুল এইচডি ১০৮০পি ভিডিও, রেকর্ডার সুবিধাসহ এফএম রেডিও।

‘ডুয়্যাল ব্যান্ড ওয়াই ফাই, ব্লুটুথ ভি৪, মাইক্রো ইউএসবি ভি২, ওটিজি, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ডব্লিউল্যান হটস্পট’ সুবিধা রয়েছে সংযোগে। এর লিথিয়াম-আ্য়ন ২২০০ এমএএইচ ব্যাটারি যা বদলযোগ্য। ব্যাটারিসহ ‘ভি১’ ওজন ১৪২.৪৮ গ্রাম, দৈর্ঘ্য ১৪৫, চওড়া ৬৯.৮ পুরুত্ব ৭.৬৪ মিমি.। ওয়্যারেন্টি ১ বছর।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।