ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৪৯০ টাকায় গ্রামীণফোনের ইন্টারনেট সুবিধাসহ সিম্ফোনি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মে ৭, ২০১৪
১৪৯০ টাকায় গ্রামীণফোনের ইন্টারনেট সুবিধাসহ সিম্ফোনি

ঢাকা: গ্রামীণফোন নিয়ে এলো বাংলাদেশের সবচেয়ে কমদামি ইন্টারনেট ব্যবহারে সক্ষম হ্যান্ডসেট। মাত্র ১৪৯০ টাকা মূল্যের সিম্ফোনি ডি৫১আই এর সঙ্গে আছে গ্রামীণফোনের ফ্রি ডাটা প্যাকেজ।



বুধবার জিপি হাউজে গ্রামীণফোন এবং এডসিন গ্রুপের (সিম্ফোনি মোবাইল) কর্মকর্তাদের উপস্থিতিতে এ হ্যান্ডসেটটি উম্মোচন করা হয়। গ্রামীণফোনের হেড অফ স্ট্র্যাটেজি এরলেন্ড প্রেস্টগার্ড, হেড অফ প্রোডাক্ট হাসিবুল হক এবং এডিসন গ্রুপের পরিচালক রেজওয়ানুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিম্ফোনি ডি৫১আই একটি জাভা সমর্থিত ইডিজিই ইন্টারনেট ব্যবহারে সক্ষম হ্যান্ডসেট, যাতে আছে ২.৪ ইঞ্চি পর্দা, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং অন্যান্য সাধারণ মাল্টিমিডিয়া সুবিধা। গ্রাহকরা এ হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে ১৫ দিন মেয়াদে ১৫০ মেগাবাইট ডাটা পাবেন। পরবর্তীতে আরো চার বার তারা ১৫০ মেগাবাইট ডাটা কিনতে পারবেন হ্রাসকৃত মূল্য মাত্র ১৫ টাকায় (+ভ্যাট)।

বাংলাদেশের সবার কাছে ইন্টারনেট পৌঁছে দিতে চায় গ্রামীণফোন। ইন্টারনেট ব্যবহারে সক্ষম হ্যান্ডসেটের মূল্য এদেশের মানুষের ইন্টারনেট ব্যবহারের পথে অন্যতম বাধা। এ হ্যান্ডসেট অনেক প্রথম ইন্টারনেট ব্যবহারকারীকে ডাটা সংযোগের সুফল ভোগে সাহায্য করবে।         

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।