ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পুরনো প্রিন্টার বদলে নতুন প্রিন্টার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ১৩, ২০১৪
পুরনো প্রিন্টার বদলে নতুন প্রিন্টার

স্যামসাং প্রিন্টারে চলছে একচেঞ্জ অফার। এ অফারের আওতায় ব্যবহৃত-অব্যবহৃত, পুরনো কিংবা নষ্ট যেকোনো ব্র্যান্ডের যেকোনা মডেলের প্রিন্টার বদলে পাওয়া যাচ্ছে নতুন ওয়্যারেন্টিযুক্ত স্যামসাং প্রিন্টার।

দারুণ এ অফারটি ঘোষণা করেছে দেশিয় প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।

উল্লেখ্য, স্যামসাং এমএল ২১৬৫, এসএল-এম২০২০, এসএল-এম২৮২০এনডি, এসএল-এম৩৮২০এনডি, এসএল-এম৪০২০এনডি, এসসিএক্স-৩৪০৫, সিএলপি-৬৮০এনডি মডেলের প্রিন্টারগুলো কেনা যাবে। পুরনো বা নষ্ট প্রিন্টারের সঙ্গে সর্বনিম্ন ৫ হাজার ৩’শ টাকা যোগ করে অফারটি উপভোগ করা যাবে।

বিস্তারিত জানতে: “০১৭৩০৩১৭৭৬৬”।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।