ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য-প্রযুক্তি মেলা ৪-৭ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ১০, ২০১৪
তথ্য-প্রযুক্তি মেলা ৪-৭ জুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  আগামী ৪ থেকে ৭ জুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’র (বেসিস) যৌথ আয়োজনে দেশের সর্ববৃহৎ তথ্য-প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে।



শনিবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বেসিসের সভাপতি শামীম আহসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্ব‍াহী পরিচারক এসএম আশরাফ হোসেন, বেসিসের সাধারণ সম্পাদক রাসেল পি আহমেদ প্রমুখ।

তথ্য-প্রযুক্তির এই মেলায় সফট এক্সপো, ই- গভর্নেন্স প্রদর্শনী, মোবাইল ইনোভেশন এক্সপো এ তিন ধরনের প্রদর্শনীর পাশাপাশি ৩০টির মতো তথ্য-প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। যাতে ১০টি টেকনিক্যাল সেশন থাকবে।

৪ দিনের এ মেলায় দেশি বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন।    

বাংলাদেম সময়: ১৪১২ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।