ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলানিউজকে আনিসুল ইসলাম

ডিজিটাল সেবা বাড়লেও প্লাটফর্ম তৈরি হয়নি

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ১২, ২০১৪
ডিজিটাল সেবা বাড়লেও প্লাটফর্ম তৈরি হয়নি ক্লাউডওয়েল’র চেয়ারম্যান আনিসুল ইসলাম

বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় সমানতালে দৌঁড়ে চলেছে বাংলাদেশও। দেশকে ডিজিটালাইজড করে গড়ে তুলতে রাষ্ট্রীয়ভাবে যেমন উদ্যোগ নেওয়া হয়েছে, বেসরকারি পর্যায় থেকেও চলছে এ প্রযুক্তি সেবায় সকলকে আওতাভুক্ত করার কাজ।

তবে, অভিযোগ রয়েছে, বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে দেশে ডিজিটাল সেবা বাড়লেও সেরকমের প্লাটফর্ম তৈরি হয়নি। তবে, সম্ভাবনাও আছে। ডিজিটাল সেবাকে একীভূত করে গ্রাহকের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার এ সম্ভাবনার আলো দেখাচ্ছে দেশের সফটওয়্যারভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউডওয়েল।

অভিযোগ, সম্ভাবনা, দেশের প্রাযুক্তিক সেবার নানা দিক ও নিজের প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ‘ক্লাউডওয়েল’র চেয়ারম্যান আনিসুল ইসলাম। সঙ্গে ছিলেন আইসিটি করেসপন্ডেন্ট সিজারাজ জাহান মিমি।

‘পেওয়েল ব্র্যান্ড’ নামে নতুন এক সেবা নিয়ে যাত্রা শুরু করেছে আনিসুল ইসলাম পরিচালিত ক্লাউডওয়েল। কর্মসংস্থান ও আর্থিক স্বচ্ছলতা তৈরি, প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা সর্বস্তরের মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়াসহ প্রতিষ্ঠানটির নানা উদ্যোগ নিয়ে কথা বলেছেন ক্লাউডওয়েল চেয়ারম্যান।

তিনি বলেন, দেশে ডিজিটাল সেবার পরিধি বেড়েছে। কিন্তু সেগুলো সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর সেরকম প্লাটফর্ম তৈরি হয়নি, যেসব সেবা পাওয়ার অধিকার রয়েছে সবারই। তাছাড়া, সরকারও দেশকে ডিজিটালাইজড করার পরিকল্পনা গ্রহণ করেছে। আর সরকারি-বেসরকারি পর্যায় থেকে বিদ্যমান প্রযুক্তিনির্ভর সেবাগুলো একীভূত করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দরকার একটি উদ্যোগ।

সে উদ্যোগ নিয়েই ক্লাইডওয়েল যাত্রা করেছে বলে জানান আনিসুল ইসলাম। ক্লাউডওয়েলের এ উদ্যোগ ‘পেওয়েল’। শৈশবে পড়া ‘একের ভেতর অনেক’র মতো সেবা দেবে এটি।

তিনি বলেন, দেশে ক্রেডিট কার্ডধারীর সংখ্যা পঞ্চাশ লাখ। কিন্তু বিভিন্ন অনলাইনে সেবাগ্রহণে মাত্র ত্রিশ হাজারের মতো ক্রেডিট কার্ড ব্যবহার হয়। এর প্রধান কারণ নিরাপত্তাহীনতা। এ উদ্বেগ দূর করতে ভবিষ্যতে স্মার্ট কার্ড বা চিপ কার্ড ‘পেওয়েলে’ যুক্ত করবে ক্লাউডওয়েল। আর এ ধরনের সেবা হবে ভোক্তাদের জন্য সবচেয়ে বিস্ময়কর ও উপভোগ্য।

কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সিস্টেম কনট্যাক্টলেস পে সুবিধা বলে এ ধরনের সেবা বেশি নিরাপদ। বিশ্বে পদ্ধতিটি বেশ জনপ্রিয়, বাংলাদেশ ব্যাংকও সেবাটি আনতে কাজ করছে।

এই সফটওয়্যার এক্সপার্ট বলেন, বর্তমানে যে ক্রেডিট কার্ড রয়েছে তাতে গ্রাহক তথ্য চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কার্ডের পেছনের ম্যাগনেটিক ট্যাপে থাকা তথ্য ততটা বেশি নিরাপদ নয়। তবে ক্লাউডওয়েলের উদ্যোগে দেশে ভবিষ্যতে যে চিপ কার্ড আসবে, তার তথ্য ‘চিপ’-এ থাকবে বিধায় সেটা ক্রেডিট কার্ডের চেয়ে অনেক বেশি নিরাপদ হবে।

আনিসুল ইসলাম বলেন, প্রথমত মোবাইল রিচার্জ ও পরিশোধ, ওয়াইম্যাক্স, থ্রিজি বিল, পল্লী বিদ্যুৎ বিল, ডেসা, ডেসকো, গ্যাস পানির বিল, ট্রেন-বাসের টিকেট, মানি ট্রান্সফারসহ এ ধরনের সুবিধাগুলো ‘পেওয়েলের’ মাধ্যমে নিতে পারবেন গ্রাহকরা।

তিনি জানান, দেশের যেসব স্থানে উক্ত সেবাসমূহের নেটওয়ার্ক রয়েছে তার প্রতি এক কিলোমিটারের মধ্যে থাকবে পেওয়েলের আউটলেট।

ক্লাউডওয়েল চেয়ারম্যান জানান, এ মুহূর্তে ‘পেওয়েল নেটওয়ার্কিং’ সেটআপ সম্প্রসারণে কাজ চলছে। এরইমধ্যে ঢাকাসহ তিনটি স্থানে পেওয়েলের ৩৫০টি আউটলেট তৈরি হয়েছে। জুনের মধ্যে এক হাজার এজেন্ট এবং চলতি বছরের মধ্যে পাঁচ হাজার এজেন্ট নিয়োগ দেওয়া হবে। এছাড়া ১৫ মে’র মধ্যে কিউবি এবং জুনের মধ্যে আরও চারটি সেবা যুক্ত হচ্ছে। প্রান্তিক পর্যায়ে মানুষ যাতে সহজে টাকা লেনদেন করতে পারে এ ধরনের সেবা আনতে এ বিষয়েও ইতোমধ্যে দু‘টি কোম্পানির সঙ্গে কথা হয়েছে। এমনকি ডোমেস্টিক এয়ারলাইন্সের টিকেট বুকিং সুবিধা অন্তর্ভুক্তির পরিকল্পনাও আছে ক্লাউডওয়েলের।

আনিসুল ইসলাম বলেন, ইংরেজিতে কথা আছে ‘ফ্রুট ফর ইনক্রিজ’। কোনো ব্যবসায়ী- যেমন ফার্মেসি, কনফেকশনারি, ফুয়েল স্টেশনে কাজ করার পাশাপাশি ‘পেওয়েল’ উদ্যোগ কাজে লাগিয়ে (মোবাইল আকৃতির ছোট্ট ডিভাইসের মাধ্যমে) সে ইচ্ছানুযায়ী বহুমাত্রিক সেবা দিতে পারবে, এতে তার উপার্জনের মাত্রা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের প্রাযুক্তিক সেবায় দেখা যায়, গ্রাহক একটি মাত্র স্থানে এসে অনেকগুলো কাজ খুব দ্রুত সময়ের মধ্যে সেরে ফেলতে পারছে। এদেশেও সেবাটি আসায় মাত্র একটি জায়গায় গিয়ে প্রয়োজনীয় সেবা পাওয়ায় ক্রেতাদের সময়. অর্থ ও পরিশ্রম কমবে। এতে অর্থনৈতিক অগ্রযাত্রাও দ্রুততর থেকে দ্রুততর হবে।

আনিসুল ইসলাম জানান, স্বল্প পুঁজিতে বেশি উপার্জন, কর্মের সুযোগ সৃষ্টি, সেইসঙ্গে ভোক্তাদের টাকা-সময় বাঁচানো এ ‘পেওয়েল’ উদ্যোগের মূল লক্ষ্য।

‘পেওয়েল’ এর মাধ্যমে বাস ও ট্রেনের টিকেট সহজে লাভের বিষয়ে তিনি বলেন, প্রথমে সীমিত আকারে শুরু করলেও অচিরেই দেশের বিভিন্ন রুটের হাজারোধিক বাসের টিকেটও মিলবে পেওয়েলে। হয়রানি-হেনস্তা ছাড়াই ট্রেনের টিকিট পেয়ে যাবেন যাত্রীরা।

কেবল পুরুষই নয়, নারীবান্ধব এ উদ্যোগ পরিচালিত হতে পারে নারীদের মাধ্যমেও। তিনি বলেন, কোনো নারী এ ধরনের ব্যবসা পরিচালনা করলে তার পাড়া-পড়শী, এমনকি হোস্টেলের শিক্ষার্থী-সহকর্মীরাও সুবিধা ভোগ করতে পারবেন। যেমন ধরা যাক, রাতের বেলা কোনো কিছুর দরকার পড়লো- মোবাইলে রিচার্জ করার প্রয়োজন হলো, তখন রাতে বের হওয়‍ার যে প্রতিবন্ধকতা-অসুবিধা থাকে, তেমনি বের হলেও নানা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় থাকতে হয়। এ সেবা কোনো হোস্টেলে বা ফ্ল্যাটে থাকলে উদ্যোক্তারও ব্যবসায়িক লাভ, সে উদ্যোক্ত‍া হতে পারেন কোনো নিম্ন-অথবা মধ্যবিত্ত শিক্ষার্থী অথবা নারী। আর এ উদ্যোগে ভোক্তার তো অর্থ-সময় বাঁচছেই।

ক্লাউডওয়েল সর্বত্র ব্যাংকিং সেবা নিয়ে যেতে এজেন্ট ব্যাংকিং চালু করবে জানিয়ে আনিসুল ইসলাম বলেন, পেওয়েলের এজেন্ট বা ব্যবসায়ীদের সার্বিক সুবিধা প্রদানে থাকবে একজন সুপার এজেন্ট। এদের মনিটরিংয়ে থাকবেন একজন করে স্টাফ।

উদ্যেগের ব্যবসায় প্রক্রিয়া সম্পর্কে ক্লাউডওয়েল চেয়ারম্যান বলেন, আগ্রহীরা ১২ হাজার ৯০০ টাকায় নিবন্ধন করে পাবেন একটি ডিভাইস। এরপর সামর্থ্য অনুযায়ী পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। পেওয়েলের ক্ষেত্রে একটি সুবিধা হলো আলাদাভাবে কোনো মোবাইল অপারেটরের রিচার্জ করতে হচ্ছে না। এক ব্যালেন্সেই দেশের পাঁচটি মোবাইল অপারেটরের রিচার্জ করা যাচ্ছে।

ডিভাইস অকার্যকর বা অন্য কোনো সমস্যা অবগতকরণে ব্যবসায়ীকে পুনরায় ডিভাইস দেওয়া হবে বলে জানান আনিসুল ইসলাম।

এ ধরনের সেবায় প্রতিক্ষেৃত্রেই মূল্য প্রিন্ট আউটের ব্যবস্থা থাকায় কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, প্রতি সেবায় গ্রাহকের ওপর বাড়তি চার্জ নির্ধারণ করতে পারবে না বিক্রেতা। লেনদেনের প্রমাণ হিসেবে একটি রিসিট পাবেন ক্রেতা।

দেশকে ডিজিটালাইজড করে গড়ে তুলতে পর্যায়ক্রমে সেবা বাড়িয়ে দেওয়াই ক্লাউডওয়েলের লক্ষ্য বলে জানান চেয়ারম্যান আনিসুল ইসলাম।

‘একই পণ্যে একাধিক সেবা’ শীর্ষক এ উদ্যোগের মূল উদ্যোক্তা ক্লাউডওয়েল চেয়ারম্যান আনিসুল ইসলাম। চীনে নির্মিত মোবাইল আকৃতির ডিভাইসে ইন্সটল থাকবে বাংলাদেশি প্রোগ্রামারদের তৈরি ‘পেওয়েল’ সেবার সফটওয়্যার।

বর্তমানে তুমুলভাবে চলছে ‘পেওয়েল’র প্রচারণা। এরইমধ্যে প্রযুক্তিপ্রেমীদের পক্ষ থেকে যে সাড়া এসেছে তাতে উদ্যোগটির সফলতা নিয়ে দারুণ আশাবাদী আনিসুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।