ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এনআইটিইআর ও সাউথইস্ট ইউনিভার্সিটির সঙ্গে 'আমরা' ও লেকট্রার চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ১২, ২০১৪
এনআইটিইআর ও সাউথইস্ট ইউনিভার্সিটির সঙ্গে 'আমরা' ও লেকট্রার চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ও সাউথইস্ট ইউনিভার্সিটির সঙ্গে আমরা কোম্পানি এবং ফ্রান্সভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান লেকট্রা’র সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ‘এনআইটিইআর ও এসইউ’ শিক্ষাপ্রতিষ্ঠান দুটিকে আমরা কোম্পানি এবং লেকট্রা দিচ্ছে ২ লাখ ৩০ হাজার ইউএস ডলার সমমূল্যের প্যাটার্ন ও মেকার সফটওয়্যার।



সময়োপযোগী পোশাকশিল্প বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য লেকট্রার শিক্ষা-সহযোগী এ সফটওয়্যার অত্যন্ত কার্যকর। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।