ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজেট সাশ্রয়ী নোটবুক আসুস ‘এক্স৪৫১এমএ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৪
বাজেট সাশ্রয়ী নোটবুক আসুস ‘এক্স৪৫১এমএ’

আসুস ব্র্যান্ডের ‘এক্স৪৫১এমএ’ মডেলের বাজেট সাশ্রয়ী নোটবুক দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। ১.৮৬ গিগাহার্জ গতির ইন্টেল সেলেরন ডুয়ালকোর প্রসেসরযুক্ত ১৪ ইঞ্চি পর্দার নোটবুকটিতে সনিকমাস্টার এইচডি অডিও ফিচার, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিক্স, ডিভিডি রাইটার সুবিধা থাকায় কাজের পাশাপাশি এটি মাল্টিমিডিয়া উপভোগ্য।

উল্লেখযোগ্য অন্যান্য ফিচারগুলো ২ জিবি ৠাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মেমোরী কার্ড রিডার।

দুই বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবাসহ নোটবুকটির দাম ২৬ হাজার ৫’শ টাকা। যোগাযোগে: “০১৭১৩২৫৭৯৪২”।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।