ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্নিপ্রো লিমিটেড ও ড্যাফোডিল কম্পিউটার্সের চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৪
স্নিপ্রো লিমিটেড ও ড্যাফোডিল কম্পিউটার্সের চুক্তি

সরকারি বেসরকারি পর্যায়ের আইসিটি সেক্টরে আইসিটি সার্ভিস ও সলিউশান দিতে স্নিপ্রো লিমিটেড ও ড্যাফোডিল কম্পিউটার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।   ড্যাফোডিল গ্রুপের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক সবুর খান ও স্নিপ্রো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সারিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।



চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক সুনাম, অভিজ্ঞতা কাজে লাগিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।