ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইলভিত্তিক সেবা প্রদানে ডাটাসফট সিস্টেমস ও সফটওয়্যার শপ’র চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মে ১৭, ২০১৪
মোবাইলভিত্তিক সেবা প্রদানে ডাটাসফট সিস্টেমস ও সফটওয়্যার শপ’র চুক্তি

বাংলাদেশের অন্যতম দুই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড ও সফটওয়্যার শপ লিমিটেড (এস.এস.এল ওয়্যারলেস) মোবাইলভিত্তিক সেবা প্রদানে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।



ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড‘র ম্যানেজিং ডিরেক্টর মাহবুব জামান এবং সফটওয়্যার শপ লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ চুক্তির আওতায় কর্পোরেট, ব্যাংকিং, টেলিভিশন এবং বিভিন্ন সেবাখাতের জন্য মোবাইল আ্যপ্লিকেশন ও সফটওয়্যার তৈরি করা হবে।

প্রসঙ্গত, মোবিওঅ্যাপ লিমিটেড দেশের প্রথম সারির একটি মোবাইল অ্যাপলিকেশন নির্মাতা প্রতিষ্ঠান। ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড’র এটি সহযোগী প্রতিষ্ঠান। দীর্ঘ গবেষণা ও ঐকান্তিক প্রচেষ্টায় মোবিওঅ্যাপ পাঠকদের জন্য সহজ-ব্যবহারযোগ্য এবং লেখক-প্রকাশকদের পাইরেসি হতে চিন্তামুক্ত রাখতে বইপোকা নামের মোবাইল অ্যাপ বানিয়েছে। সফটওয়্যার শপ লিমিটেড (এস.এস.এল ওয়্যারলেস) এই আ্যপ্লিকেশনটির সাথে অনলাইন পেমেন্ট গেইটওয়ে এসএসএল কমার্য সংযুক্ত করে সহজে অনলাইনে বই ক্রয়ের সুবিধা চালু করেছে। অ্যাপটির মাধ্যমে পাঠকরা যেকোন সময়, যে কোন স্থান থেকে তাদের Visa কার্ড, Master কার্ড,  DBBL Nexus Credit কার্ড,  BRAC ব্যাংকের হিসাব অথবা বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং’র মাধ্যমে বইয়ের মূল্য পরিশোধ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।