ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাবির বঙ্গবন্ধু হলে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা

ইউনিভার্সিটি করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১

ঢাকা :  জিয়া হল, জসিমউদ্দিন হল ও বেগম রোকেয়া হলের পর এবার ওয়াইফাই ইন্টারনেট প্রযুক্তির আওতায় এল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় টেলি কন্সফারেন্সের মাধ্যমে বুধবার বিকালে এ  প্রযুক্তিক আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সংক্ষিপ্ত টেলি বক্তব্যে তিনি বলেন,‘বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্মতা ঘোষণা করেছে । ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  জন্য আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি  জানান ।

হল পর্যায়ে এ সুবিধা আসার আগে ঢাবি’র টিএসসি, ব্যবসায় প্রশাসন ইনষ্টিটিউট , ব্যবসায় শিক্ষা অনুষদ ,সিনেট ভবন ও কলা ভবনকে এ প্রযুক্তির আওতায় আনা হয়।   ২০০৯ সালের মে মাস থেকে ঢাবির টিএসসি এলাকায় শিক্ষার্থীরা এ সুবিধা পায়।
তবে একমাত্র টিএসসি এলাকা ছাড়া ঢাবি প্রশাসন কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য কোনো ওয়াই ফাই সুবিধা দিচ্ছে না।  
তাহলে বিশ্ববিদ্যালয়ের হল ও বিভাগ পর্যায়ে এ সুবিধা কারা  দিচ্ছে  - এ ব্যাপারে জানতে চাইল ঢাবির তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক জুলফিকার হাফিজ বাংলানিউজ টোয়েন্টিফোরকে জানান , ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিভাগগুলো তাদের নিজ নিজ উদ্যোগে ওয়াই ফাই চালু করছে

ছাত্রীদের ৪টি হলের মধ্যে কেবল রোকেয়া হল এ সুবিধা পাচ্ছে।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী আসমা উল হুসনা  জানান, ‘রোকেয়া  হল ওয়াইফাই সুবিধা পাচ্ছে আমরা এ সুবিধা থেকে বঞ্চিত। যার ফলে ইন্টারনেট ব্যবহার করতে আমাদের টিএসসি পর্যন্ত যেতে হয়। ’

বাকি হলগুলো কবে নাগাদ এ সুবিধা পাবে জানতে চাইলে ঢাবির তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক জুলফিকার হাফিজ  জানান , ‘ শীঘ্রই ক্রমান্বয়ে ঢাবির অন্যান্য হলগুলো এ সুবিধার আওতায় আনা হবে। ’

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।