ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডট বাংলা কার্যকরের আহ্বান বেসিসের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৪
ডট বাংলা কার্যকরের আহ্বান বেসিসের ছবি: সংগৃহীত

সফটওয়্যার ডেভলপমেন্টে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের প্রশিক্ষণ নিয়ে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনেক) এবং ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারসের (আইক্যান) সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এক আলোচনা-সভা অনুষ্ঠিত হয়। বেসিস সভাকক্ষে আয়োজিত সভায় বেসিস সভাপতি শামীম আহসান সভাপতিত্ব করেন।

এসময় ডট বাংলা বাস্তবায়নেও আইক্যানকে অতি-দ্রুততার সাথে কাজ করতে আহ্বান জানান বেসিস।

সারা বিশ্ব যখন গতিশীলভাবে উন্নত প্রযুক্তি আইপিভি৬ এর দিকে ধাবিত হচ্ছে তখন দেশের প্রযুক্তি খাতের শীর্ষ এ সংগঠন বৈশ্বিক প্রযুক্তিগত উন্নয়নের সাথে বাংলাদেশের সামঞ্জস্যতা রাখতে প্রয়োজন অনুভব করে এবং বাস্তবায়নে জোর গুরুত্বরোপ করেন।

কারণ বাংলাদেশে প্রতিবছর এক কোটি নতুন ইন্টারনেট গ্রাহক বাড়ানোর যে লক্ষ্যমাত্রা রয়েছে বেসিসের তাতে প্রযুক্তিগত এ উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়। যে লক্ষ্যে বাংলাদেশি প্রোগ্রামারদের আইপিভি৬ প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে বেসিস এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনেক) এবং ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারসকে (আইক্যান) বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি ম্যানেজমেন্টের (বিআইটিএম) সাথে সমন্বয় করে প্রশিক্ষণ এবং সচেতনতা বাড়ানোর তাগিত দেন।

সভায় এপনেক‘র সাধারণ পরিচালক পউল উইলসন ও জ্যেষ্ঠ উপদেষ্টা-ইন্টারনেট ডেভল্পমেন্ট শ্রিনিভাস চেন্দি (সানি), ভিপি এবং ব্যাবস্থাপনা পরিচালক কেউ ইয়ু-চাং, ইঙ্গেজমেন্ট ম্যানেজার চাম্পিকা অজায়েতুংগা এবং বেসিস সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমাস কবির,  সভাপতি উত্তম কুমার পল, মহাসচিব রাসেল টি আহমেদ, যুগ্ন মহাসচিব এম রাশিদুল হাসান,  কোষাধক্ষ শাহ ইমরাউল কায়ীশ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।