ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে আসুসের ‘৯ সিরিজ গেমিং মাদারবোর্ড’ অবমুক্ত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মে ২১, ২০১৪
দেশে আসুসের ‘৯ সিরিজ গেমিং মাদারবোর্ড’ অবমুক্ত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের আইটি মার্কেটে আসুস ব্র্যান্ডের নতুন ‘৯ সিরিজ মাদারবোর্ড’ আনার ঘেষণা দিল গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড।

মঙ্গলবার গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ সিরিজটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার।

উপস্থিত ছিলেন আসুস বাংলাদেশের ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান, আসুস মাদারবোর্ড পণ্য ব্যবস্থাপক মাহবুবুল গনি সহ অতিথিরা।

সংবাদ সম্মেলনে ৯ সিরিজে ‘ম্যাক্সিমাস ৭ হিরো, জেড৯৭-কে এবং এইচ৯৭এম-ই’ মডেল তিনটির বিস্তারিত পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন জিয়াউর রহমান। প্রথমেই তিনি জানান, অতি সম্প্রতি আসুসের সবশেষ সিরিজটির আনুষ্ঠানিক প্রকাশের মাত্র কয়েকদিন পরই বাংলাদেশের বাজারে পণ্যটি এনেছে আসুসের বাংলাদেশ পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।

জানানো হয়, আগের সব সিরিজের তুলনায় ৯ সিরিজের সফটওয়্যার ও হার্ডওয়্যার ফিচারে অনেক নতুনত্ব এসেছে। অত্যাধুনিক আর অধিক ক্ষমতাসম্পন্ন ৯ সিরিজটি মূলত হার্ডকোর গেমার ও গ্রাফিক্স পেশাদারদের জন্য যেমন আদর্শ পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের দৈনিন্দন কার্যক্রমকেও সহজযোগ্য উপভোগ্য করবে। এর আরওজি মডেলের বিশেষ বৈশিষ্ট্য গেমার নিজ চাহিদা অনুযায়ী কিবোর্ডে হট-কি সেট করার সুবিধা পাচ্ছে। আগের সব সিরিজের তুলনায় অধিক গতিতে প্রতি সেকেন্ডে ১০ জিবি ডাটা ট্রান্সফারে সক্ষম সিরিজ ৯। এছাড়া বিদ্যুত সাশ্রয়ে ব্যবহারকারীর কাজকে নিরবিচ্ছিন্ন ও ঝুঁকিমুক্ত করবে। আসুস প্রতিনিধিদের মতে, সিরিজটি বিভিন্ন পেশাদারদের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিতে নতুন দিগন্তের সূচনা করবে।  

কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়, ইন্টেল ৯ সিরিজ চিপসেটের জেড৯৭, এইচ৯৭ মডেল এলজিএ ১১৫০ সকেটের ইন্টেল চতুর্থ, পঞ্চম প্রজন্মের কোর প্রসেসরসমূহ, যেমন- হ্যাসওয়েল, হ্যাসওয়েল রিফ্রেশ, হ্যাসওয়েল রিফ্রেশ কে-সিরিজ/ডেভিল’স ক্যানিয়ন সমর্থিত।

তিনি আরো জানান, ৯ সিরিজের রিপাবলিক অব গেমার (আরওজি), দ্যা আল্টিমেট ফোর্স (টিইউএফ) এবং ডব্লিউএস(ওয়ার্কস্টেশন) ফিচারের মাদারবোর্ডগুলোতে রয়েছে অনন্য প্রযুক্তি যা জেড৯৭ এবং এইচ৯৭ চিপসেটের কর্মক্ষমতা বাড়িয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা, কর্মদক্ষতা, স্থায়িত্ব এবং আপগ্রেড নির্বাচনের সুবিধা প্রদান করে। ক্রিস্টাল সাউন্ড-২ এবং টার্বো ল্যান ফিচার যা উচ্চগতির ডেটা আদান-প্রদান বজায় রেখে অনলাইন গেমিং স্বাচ্ছন্দ্য এবং উপভোগ্য করে।

ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার বলেন, বাংলাদেশের বাজারে আসুস মাদারবোর্ডের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা প্রদানে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আসুসের আগের সব সিরিজের  ন্যায় এই সিরিজটিও দেশের আইটি মার্কেটে সাড়া জাগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
উল্লেখ্য, মডেল তিনটি ১০ থেকে ২৫ হাজার টাকায় পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।