ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফরিদপুরে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২১, ২০১৪
ফরিদপুরে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘নিরাপদ সাইবার জগৎ এটাই হোক আজকের শপথ’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



অতিরিক্ত জেলা প্রশাসক মিনা মাসুদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জামিল হাসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালক (প্রশিক্ষণ) এনামুল কবীর, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম নূরুন্নবী, প্রফেসর শেখ আব্দুস সামাদ প্রমুখ।

কর্মশালায় জেলার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।