ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিআইএমএ’র সঙ্গে চুক্তি সই করেছে রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ২২, ২০১৪
সিআইএমএ’র সঙ্গে চুক্তি সই করেছে রবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজস্বের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সিআইএমএ (চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস)’র সঙ্গে শিক্ষানবীশ কর্মসূচির চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং সিআইএমএ’র রিজিওনাল ডিরেক্টর ব্র্যাডলি ইমারসন।



এ চুক্তির আওতায় সিআইএমএ’র কয়েকজনকে ইন্টার্নশিপের সুযোগ দেবে রবি।
 
অন্যদিকে রবির আগ্রহী কর্মী যারা সিআইএমএ’তে কোর্স করতে চান তাদের ৫০ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে, চিফ ফিনান্সিয়াল অফিসার ইয়াপ ওয়েই উইপ এবং সিআইএমএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাফরিন তামান্না মতিন উপস্থিত ছিলেন।    
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ২২, ২০১৪   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।