ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ২৩, ২০১৪
১৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি

ঢাকা: টেক জায়ান্ট হিউলেট-প্যাকার্ড (এইচপি) ১১ থেকে ১৬ হাজার কর্মী ছাঁটাই করছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।



এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে এইচপি’র প্রধান নির্বাহী মেগ হু্ইটম্যান বলেন, সঠিক পথে থাকতেই এ সিদ্ধান্ত।

এর আগে ২০১২ সালে ৩৪ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানায় এইচপি।

সাম্প্রতিক সময়ে ক্রেতারা ট্যাবলেট ও স্মার্টফোনের দিকে ধাবিত হওয়ার বিশ্ববাজারে পারসোনাল কম্পিউটারের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এর ফলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে এইচপি’র মুনাফা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।