ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিশু-কিশোর বিজ্ঞান কঙগ্রেসে দেশের ২০ হাজার শিক্ষার্থী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২৪, ২০১৪
শিশু-কিশোর বিজ্ঞান কঙগ্রেসে দেশের ২০ হাজার শিক্ষার্থী

দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির উপর দক্ষ করে তুলতে সারাদেশে চলছে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’র নানা কার্যক্রম। এরই অংশ হিসেবে দেশের ৫৪ জেলার ১৯০টি স্কুলে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মাঝে পরিচালিত হয় বিজ্ঞান কার্যক্রম।

শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়েও অনুষ্ঠিত হয় এ কার্যক্রম।

শিশু কিশোর বিজ্ঞান কার্যক্রম শেষে শিক্ষকদের বিজ্ঞানে জ্ঞানসম্পন্ন করে তুলতে শুক্রবার ঢাকায় শুরু হয়েছে ‘ক্রিস্এনার্জি বিজ্ঞান ক্যাম্প’ শীর্ষক তিনদিনের আবাসিক ক্যাম্প। সারাদেশ থেকে নির্বাচিত শতাধিক বিজ্ঞান শিক্ষকরা এতে অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের বিজ্ঞান বিষয়ে হাতে কলমে শেখানোর পাশাপাশি কংগ্রেসের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হবে।

বিজ্ঞান ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ আর খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ক্রিস্এনার্জি’র প্রোডাক্টশন অপারেশন ম্যানেজার টেড কুম্ব, বাংলাদেশ বিজ্ঞান জনিপ্রয়করণ সমিতির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।

জাফর ইকবাল বলেন, আমাদের দেশে স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা তিন কোটি। দেশকে উন্নত করতে অন্য কোন সম্পদের দরকার নেই, এরাই সম্পদ। শিক্ষত মানবসম্পদের মাধ্যমে উন্নত বিশ্বের সঙ্গে তালি মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, স্কুলে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে একথা শুনে হতাশ হই। প্রতিটি স্কুলে যেন বিজ্ঞানের শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পায় সেদিকে বিজ্ঞান শিক্ষকদের নজর রাখতে অনুরোধ জানান তিনি।

বক্তব্যে টেড কুম্ব বলেন, বিজ্ঞান শিক্ষা প্রতিটি জাতির জন্য গুরুত্বপূর্ণ। আর সেটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় মনোযোগি করতে হবে।


ক্যাম্পের প্রথম অধিবেশনে অধ্যাপক এ আর খান বিজ্ঞান শিক্ষকদের মাঝে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ‘বিজ্ঞান শিক্ষা কী ও কেন’ বিষয়ে লেখক ও শিক্ষা গবেষক ফারহানা মান্নান, ‘বিজ্ঞানের পাঠ পরিকল্পনা’ বিষয়ে কারিগরি শিক্ষা কেন্দ্রের শিক্ষক রাজিয়া সুলতানা, ‘হাতে কলমে বিজ্ঞান শিক্ষা-১ ও ২’ বিষয়ে রেজাউল করিম, ‘বিষয়ভিত্তিক বক্তব্যঃ জীবনবিজ্ঞান ও স্বাস্থ্য বিজ্ঞান’ বিষয় চিকিৎসক ও বিজ্ঞান লেখক সৌমিত্র চক্রবর্তী তাদের অভিজ্ঞতা বিভিন্ন স্কুলের বিজ্ঞান শিক্ষকদের মাঝে শেয়ার করেন।

শনিবার ‘আনন্দদায়ক শ্রেনী কক্ষ’ নিয়ে শিক্ষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন মুনির হাসান। এছাড়া ‘ইন্টারনেটে বিজ্ঞান কন্টেন্ট খোঁজ’ বিষয়ে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব, ও ‘আকাশ দেখার আনন্দ’ বিষয় জিরো টু ইনফিনিটি পত্রিকার সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ অভিজ্ঞতা বিনিময় করবেন।

উল্লেখ্য, সারা দেশের প্রায় ২৫০টি বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীদের অংশগ্রহনে ঢাকায় আগামী ২৯ ও ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে দুইদিনের কার্যক্রম। পরবর্তীতে সেরা ৬০ জনকে নিয়ে ঢাকায় পাঁচদিনের জাতীয় বিজ্ঞান ক্যাম্পের আয়োজন করা হবে। এই আয়োজনের মাধ্যমে গুগল সায়েন্স ফেয়ার, আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডেও অংশ নেবে বাংলাদেশের খুদে শিক্ষার্থীরা। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় আয়োজিত এ কংগ্রেসের প্রধান পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)।

বিস্তারিত তথ্য জানা যাবে www.facebook.com/groups/cscongress এবং কংগ্রেসের ওয়েবসাইট: www.spsb.org/cscongress--এ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।