ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের বাজারে এমএসআই গেমিং ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ২৬, ২০১৪
দেশের বাজারে এমএসআই গেমিং ল্যাপটপ

বর্তমানে গেমপ্রিয় মানুষের অভাব নেই। আর সেদিক থেকে তরুণরা অনেক এগিয়ে।

গেমিং ভুবনে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে দেশের বাজারে এমএসআই নিয়ে এলো নতুন কয়টি গেমিং ল্যাপটপ। রোববার রাজধানীর একটি হোটেলে এমএসআই’র নতুন গেমিং ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দেন নেক্সট ট্র্যাক লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের আইটি মার্কেটে এমএসআই‘র “জিটি৭০ ২পিই ডমিনেটর প্রো, জিএস৭০ ২পিই স্টিথ প্রো, জিই৬০ ২পিই অ্যাপাচি প্রো, জিপি৬০ ২পিই লিওপার্ড” এ চারটি গেমিং ল্যাপটপ আর “সিএক্স৬১ ২ পিসি, সিআর৪২ ২এম, সিআর৪২ ২এম” তিনটি সাধারণ ল্যাপটপ পাওয়া যাবে । গেমিং ল্যাপটপগুলো বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক যন্ত্রাংশ দিয়ে নির্মিত। ফলে গেমাররা হাই পাওয়ায়ের গেম খেলতে পারবে এবং বহনযোগ্য হওয়ায় সবখানে সঙ্গে রাখতে পারবে।

এনবি এসইএ চ্যানেল সেলস বিভাগের হিসাব ব্যবস্থাপক রায়হান সাই অনুষ্ঠানে ল্যাপটপগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। গেমপ্রিয় মানুষের কথা ভেবে নতুন ল্যাপটপগুলো বাজারে এনেছি আমরা। এগুলো সবারই চাহিদা পূরণ করবে বলে আমার বিশ্বাস। অচিরেই এমএসআই এর আরও উন্নতমানের ল্যাপটপ বাংলাদেশে নিয়ে আসবে নেক্সট ট্র্যাক বলে জানান রায়হান সাই।

নেক্সট ট্র্যাক‘র ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাতাব উদ্দিন বলেন, নতুন এই ৭টি ল্যাপটপ সব পর্যায়ের কম্পিউটার ব্যবহারকারীদের উপযোগী। ল্যাপটপগুলো যেমন গেমারদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তেমনি সাধারনদের জন্যও প্রয়োজনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবি এসইএ চ্যানেল সেলস বিভাগের ব্যবস্থাপক ফ্রেঙ্ক সু, নেক্সট ট্র্যাক (প্রা.) লিমিটেডের পরিচালক এম সাইফুল ইসলাম রয়েল , পি.আর.বি. রাজন , কে এইচ আল ইমরান, তৌহিদুল হায়াত রাজীব সহ অনেকে।

নেক্সট ট্র্যাক লিমিটেড আয়োজিত ডিলার মিটে ডিলার প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন টেক ভ্যালি ডিসটিভিশন লিমিটেড, নেটস্টার লিমিটেড, কম্পিউটার সোর্স লিমিটেড, টেক ভিউ, রায়ানস আইটি, কম্পিউটার ভিলেজ, স্টার টেক, রিশিত কিম্পউটার লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটারস, ডলফিন কম্পিউটারস, আই ম্যাট, কম্পিউটার ম্যাট, কম্পিউটার ক্লিনিক, মাশনূনস কম্পিউটার।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।