ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেমিং-সার্ভিস টুইচ কিনবে গুগল!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ২৬, ২০১৪
গেমিং-সার্ভিস টুইচ কিনবে গুগল!

এক বিলিয়ন ডলারে বিশ্বসেরা গেমিং সার্ভিস টুইচ’কে কিনে নিচ্ছে গুগলের অঙ্গ প্রতিষ্ঠান ইউটিউব। সম্প্রতি এক প্রতিবেদনে খবরটি জানানোর পাশাপাশি ইউটিউবের এ পরিকল্পনার সঙ্গে গুগলও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানানো হয়।



ইউটিউব টুইচ সার্ভিস অধিগ্রহণের পর নতুন আঙ্গিকে সাজাতে আরও সুবিধাযুক্ত নতুন একটি সংস্করণ আনবে বলে জানা গেছে। তবে ঠিক কি ধরনের পরিবর্তন আসতে পারে আপাতত তা অজানা।

মজার ব্যপার টুইচ ক্রয়ে সম্প্রতি মাইক্রোসফটের দেওয়া এক বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দেয় প্রতিষ্ঠানটি। এ মুহূর্তে টুইচ মাইক্রোসফটের প্রস্তাব ফিরিয়ে ইউটিউবের প্রস্তাব গ্রহনের প্রধান কারন হিসেবে দেখা হচ্ছে, মাইক্রোসফটের এক্সবক্স এবং সনি প্লেস্টেশনে গেমিংয়ের জন্য তেমন কোন প্লাটফর্ম না থাকা।

একটু একটু করে জনপ্রিয় হয়ে উঠা টুইচ এমন এক ধরনের গেমিং সেবা যেখানে একজন গেমার অন্য গেমাদের খেলা সরাসরি উপভোগ করতে পারেন। টুইচের উদ্দেশ্য তাদের প্রযুক্তি এমন কাউকে হস্তান্তর করা যাতে তাদের গেমিং সেবা আরও ভালো পর্যায়ে যায়। যে কারণে গুগলের ভিডিও -সেবাদাতা প্রতিষ্ঠান ইউটিউবকে বেছে নিয়েছে।

ইউটিউবের নিজস্ব গেমিং প্লাটফর্ম থাকা সত্বেও টুইচ কেনার কারণ তাদের বিশাল পরিমান ভিজিটর কুক্ষিগত করা। এছাড়া অদূর ভবিষ্যতে অপ্রতিদ্বন্দী হয়ে উঠা এমনও ধারণা রয়েছে আলোচকদের মুখে।

উল্লেখ্য, টুইচ গেমিংয়ের ভিজিটর পিক আওয়ারে এতই বেশী থাকে যে ফেসবুক কিংবা অ্যামাজনের মত শীর্ষ প্রতিষ্ঠানকে পিছনে ফেলতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।