ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়াই-ফাই নেটওয়ার্কিং নিয়ে কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৪
ওয়াই-ফাই নেটওয়ার্কিং নিয়ে কর্মশালা

গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড বন্দর নগরী চট্টগ্রামে ওয়াই-ফাই নেটওয়ার্কিং নিয়ে কর্মশালার আয়োজন করে। চট্টগ্রামের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি এবং কারিগরী কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।



গ্লোবাল ব্র্যান্ডের নেটওয়ার্ক পণ্য-ব্যবস্থাপক আকরাম হোসেন নির্ধারিত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করেন গ্লোবাল ব্র্যান্ডের নেটওয়ার্ক টেকনিক্যাল ম্যানেোর সাইফুল ইসলাম। গ্লোবাল ব্র্যান্ডের চট্টগ্রাম শাখা ম্যানেজার রাশেদ ভুঁইয়াসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৭৫৩ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।