ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নাচ শেখাবে আইফোন!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪
নাচ শেখাবে আইফোন!

স্মার্টফোন প্রযুক্তির বিভিন্ন কাজ করতে সক্ষম কথাটি সকলেরই জানা। তবে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে নিজেই নাচ পরিচালনা করবে কথাটি বিষ্ময়কর বটে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সঙ্গে ভিডিও চিত্র সেটাই সত্যি প্রমাণ করল। অ্যাপল আইফোনে নতুন এক গেম যে কাজটি করবে। এক্ষেত্রে পায়ের ব্যবহার নয় শুধু হাতের আঙ্গুলি আর আইওএসভিত্তিক গেমের কেরামতিতে হয়ে ওঠা সম্ভব ভালো নাচুনে। ‘বাউন্ডেন’ নামের এ গেমটি সম্প্রতি আইটিউনসে মুক্তি পেয়েছে। তথ্য মতে, একই আইফোনের উপর দুজন ব্যক্তি আঙ্গুল রাখলে ‘বাউন্ডেন’র একটি অবজেক্ট দ্রুত নড়াচড়ার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে চেষ্টা করে।

অসাধারণ এ গেমটির মূল্য ৩.৯৯ ডলার, অচিরেই অ্যান্ড্রয়েডেও আসছে বলে জানা গেছে। এ মুভমেন্ট সাধারণত ব্যবহারকারীকে এদিক ওদিক ঘোরানো আর ফিরোনার কাজ করে। এছাড়া বলা হয়েছে, কাজটি কিভাবে হচ্ছে সেটাও দেখার সুযোগ রয়েছে। প্রথমত কয়েকবারের চেষ্টার ফল হাস্যকর হলেও এর নির্দেশানায় পার্টনারের সঙ্গে চমৎকার সব ভঙ্গিতে নাচা সম্ভব।

গেমটি যৌথভাবে তৈরি করেছে ডাচ স্টুডিও গেম ওভেন এবং ডাচ ন্যাশনাল ব্যালেট। নাচের কিছু কুশলীতা কাজে লেগেছে এক্ষেত্রে। নির্মাতা প্রতিষ্ঠানের প্রত্যাশা, নাচতে সাহায্যে করা ছাড়াও নাচকে সবসময়ের তুলনায় আরো শৈল্পিক রুপ দিতে পারবে ‘বাউন্ডেন’।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।