ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইওএস৮ আনছে অ্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ৩, ২০১৪
আইওএস৮ আনছে অ্যাপল

ঢাকা: আইফোন অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন আইওএস৮ আনার ঘোষণা দিল অ্যাপল। আইওএস৮ এর মাধ্যমে দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।



অ্যাপলের সব পণ্যে যেন আইওএস৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়, সে বিষয়টি মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে।

নতুন এ অপারেটিং সিস্টেমে থাকছে ইউনিভার্সেল সার্চ টুল অপশন। এছাড়া ইন্টারেকটিভ নোটিফিকেশনের মাধ্যমে আপনি কোনো অ্যাপ ব্যবহারকালে ওই অ্যাপ থেকে বের না হয়েই জবাব দিতে পারবেন।

‘কুইক টাইপ’ ফিচার প্রমিজ সাজেশন অপশনের মাধ্যমে আপনাকে বিস্তারিত কিছু লিখতে হবে না। যেমন-আপনি লিখছেন-ডু ইউ ওয়ান্ট টু গো.....’। পরিবর্তী শব্দ হিসেবে আপনাকে সাজেশন দেবে ‘ডিনার অথবা মুভি’। বর্তমানে এ সুবিধা থাকলেও বানান সমস্যার কারণে তা খুবই স্বল্প।

আইওএস৮ এ অপারেটিং সিস্টেমে থাকছে স্বাস্থ্য বিষয়ক বার্তা। যা আপনাকে শরীরের উল্লেখযোগ্য পরিবর্তন, খাদ্যাভ্যাস এমনকি ঘুমের বিষয়ে নির্দেশনা দেবে।

অ্যাপল জানায়, এ অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনি গ্যারেজের দরজা, ঘরের তাপমাত্রাসহ গৃহস্থালির বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন।

স্যান ফ্রান্সিসকোতে সফটওয়্যার ডেভেলপারের ওপর আয়োজিত ২৫তম বার্ষিক সম্মেলনে আইওএস’র নতুন এ অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।