ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আইটি জব ফেয়ার’ সাক্ষাতকারে দেড়শ জন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ৭, ২০১৪
‘আইটি জব ফেয়ার’ সাক্ষাতকারে দেড়শ জন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সর্ববৃহৎ সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের ‘আইটি জব ফেয়ারে’ নয়টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে যোগ্য পছন্দের আইটি কর্মীর সন্ধানে। ৪ জুন শুরু হওয়া এ সম্মেলনের তৃতীয়দিন শুক্রবার সন্ধ্যা ছিল সিভি জমা দেওয়ার শেষ সময়।



এরইমধ্যে প্রায় হাজারটি সিভি জমা পড়ে বলে জানান সংশ্লিষ্ট সুত্র। মোট ২২ ক্যাটাগরিতে জমা পড়া সিভির মধ্যে শনিবার দেড়শ জনকে মেলা প্রাঙ্গনে সাক্ষাতকারের জন্য ডেকে নেয় চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো।

যার মধ্যে থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে প্রায় ৩০ জন। তবে পরবর্তীতে আরো কিছু পক্রিয়ার মাধ্যমে প্রার্থী চুড়ান্ত করা হবে। সুত্র মতে, অন্তত ২২ জনের চাকরির সুযোগ হচ্ছে এ আয়োজনের মাধ্যমে।

নির্বাচিতরা রাইট ব্রেইন সল্যুশন লিমিটেড, টুইস্টার মিডিয়া, পিক্সেল নেট টেকনলোজি, মেটাফোর ইন্টারন্যাশনাল, ইজোরা সল্যুশন, কোডইরো, সফটওয়্যার শপ, সল্যুশন আর্ট এবং ব্রাক আইটি সার্ভিসে চাকরি লাভ করবেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।