ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাসে ৫০ লাখ স্মার্টওয়াচ অ্যাপলের, বিক্রি অক্টোবরে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ৭, ২০১৪
মাসে ৫০ লাখ স্মার্টওয়াচ অ্যাপলের, বিক্রি অক্টোবরে

ঢাকা: প্রতিমাসে ৩০-৫০ লাখ স্মার্টওয়াচ তৈরি করে আগামী অক্টোবর থেকেই তা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে ‍অ্যাপল।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলা শনিবার এ খবর জানিয়েছে।



সূত্রের খবর, প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রতিমাসে ৩০-৫০ লাখ স্মার্টওয়াচ তৈরি করবে। এরপর বাজারে ছাড়বে অক্টোবর থেকেই।

এখন স্মার্টওয়াচটির মডেল চূড়ান্তের কাজ চলছে বলে সূত্র জানায়।

কার্ভ আকৃতির ওএলইডি (অর্গানিক লাইট ইমেটিং ডায়ড) ডিসপ্লে সংবলিত এ স্মার্টওয়াচে ব্যবহৃত সেন্সর রক্তের গ্লুকোজ থেকে স্বাস্থ্য সর্ম্পকিত বার্তা দেবে।

এছাড়া, ঘুমানোর সময় কী পরিমাণ ক্যালরি খরচ হয় তাও বলে দেবে এ সেন্সর।  

এখন দেখার বিষয় হলো এসবের পাশাপাশি অ্যাপলের এ স্মার্টওয়াচে আর কী বিস্ময় থাকে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।