ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে ‘ওখানেই ডট কম’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ১১, ২০১৪
আসছে ‘ওখানেই ডট কম’

ওখানেই ডট কম www.okhanei.com নামে দেশের ই-কমার্সে যোগ হলো আরো একটি সেবা মাধ্যম। অনলাইনের ক্রেতারা এখানে শুধু পণ্য কিনতেই পারবেনা বিক্রিও করতে পারবেন।


ওখানেই ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহিতুল ইসলাম,  প্রধান কারিগরি কর্মকর্তা পান্থ দেব, মুহাম্মাদ রবিউলসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে বুধবার সাইটটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া।

জানানো হয়, একজন ক্রেতা এখানে সহজেই অর্ডার দিয়ে পণ্য কিনতে পারবেন আবার নিজের যেকোনো পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিক্রিরও সুযোগ পাবেন।   কেউ চাইলে গৃহে ব্যবহার্য আসবাব বিক্রির জন্য বিনামূল্যে বিজ্ঞাপন দিতে পারবেন। প্রবাসীরাও এ সুযোগটি নিতে পারবেন।

উল্লেখ্য, নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট না খুলেই সেবাগুলো উপভোগ করা যাবে।

অনলাইন কেনাবেচায় কিছুটা ভিন্নতা নিয়ে আগামী আগষ্টে ‘ওখানেই ডট কম’র বড় পরিসরে যাত্রা হচ্ছে বলে জানান বক্তারা। সংশ্লিষ্টরা আশা করছে অনলাইনের ক্রেতারা এখানে তুলনামূলক সহজ সেবা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১১, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।