ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অক্টোবরে একইসাথে আসছে আইওয়াচ, আইফোন!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
অক্টোবরে একইসাথে আসছে আইওয়াচ, আইফোন!

অতি প্রত্যাশিত এবং গুজবিত অ্যাপলের দুটি পণ্যকে একইসাথে দেখা যেতে পারে এই অক্টোবরে। প্রতিষ্ঠানের পণ্য-উপাদান যোগানকারী এবং বিশ্বস্ত সুত্রের বরাত দিয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশ হয়।

তাই অ্যাপল ভক্ত এবং উৎসুকরা সব খবরকে ছেড়ে এখন নজর রাখছে এ দিনটির দিকে। তাছাড়া ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) অ্যাপলের এ দুটি পণ্য সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য আসেনি।

এদিকে কোরিয়ান জায়ান্ট স্যামসাং সেমি হেলথ প্লাটফর্মে নতুন পণ্য আনছে। তাই উভয় প্রতিষ্ঠানের পণ্য পরস্পর বিরোধী হবে এমনও মন্তব্য করছে আলোচকরা।  
উল্লেখ্য, অ্যাপলের যন্ত্রাংশ যোগানদাতা সহ বিশেষ সুত্র মতে, অ্যাপলের লক্ষ্য প্রতিমাসে ৩ থেকে ৫ মিলিয়ন পণ্য উৎপাদনের। অন্যদিকে স্যামসাং সেমি প্লাটফর্মের সিমব্যান্ড এর অনুরুপ হেলথ ট্রেকিং ডিভাইস খুবই সামান্য পরিমানে আসতে পারে।

রক্তের গ্লুকোজের মাত্রা থেকে ঘুমের মধ্যে ক্রিয়া এবং রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করতে পারে এমন সেন্সর আশা করা যাচ্ছে ডিভাইসটিতে। এছাড়া এর উন্নতমানের ওলেড ডিসপ্লে ব্যবহারকারীকে কাজের দারুণ অভিজ্ঞতা প্রদানে সক্ষম হবে। আইফোনের টাচ আইডি সেন্সরের মাধ্যমে আইওয়াচ যোগাযোগ করবে এমন সেন্সরও থাকতে পারে।

প্রতিবেদনে আরো জানানো হয়, এরইমধ্যে প্রকাশিত ষষ্ঠ প্রজন্মের আইপড ন্যানো মডেলের মতো আইওয়াচও চলবে আইওএস এর সিম্পলার ভার্সনে। এর কাজের ধরণও বেশ সহজ। বর্তমানের উদ্ভুত খবরের মধ্যে কোপার্টিনো প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের সেরা দুটি শাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে জুটি বাঁধার খবরও রয়েছে। আর এর কারণ যা পুরোদমে স্যাসমাং‘র হেলথ ট্রেকিং প্রযুক্তির দিকে অ্যাপলের আগ্রহ যে সীমাহীন তা স্পষ্ট করছে।

তবে সার্বিক বিবেচনায় অ্যাপল এই ক্ষেত্রে স্যামসাং’কে হারাতে পারবেনা নিয়ন্ত্রণ থাকবে স্যামসাং’র কাছেই বলছে পর্যবেক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।