ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিএনএস ফোরামের সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
ডিএনএস ফোরামের সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর

ঢাকা: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) ফোরামের প্রথম সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কমনওয়েলথ টেলিকমিউনিকেশনস্ অর্গানাইজেশন (সিটিও) আয়োজিত  আগামী ১৯ ও ২০ জুন  দু‘দিনব্যাপী এই সম্মেলন ইন্টারনেট কো-অপারেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস (আইক্যান), যুক্তরাজ্যের ইন্টারনেট রেজিস্ট্রি সংস্থা নমিনেট এবং যুক্তরাষ্ট্রভিত্তিক পাবলিক ইন্টারনেট রেজিস্ট্রি’র (পিআইআর) সহযোগিতায় লন্ডনের হিলটন মেট্রোপলে অনুষ্ঠিত হবে।



তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ বাংলানিউজকে জানান, তথ্যমন্ত্রী সম্মেলনের প্রথম দিনে ডোমেইন নাম পদ্ধতিতে বিনিয়োগ ও উদ্ভাবনা বিষয়ক অধিবেশনে সভাপতিত্ব করবেন।

কমনওয়েলথভুক্ত দেশগুলোসহ বিশ্বব্যাপী ইন্টারনেটে ডোমেইন নাম পদ্ধতিতে উদ্ভাবনা, বিনিয়োগ এবং নিরাপত্তা, সাইবারস্পেস ব্যবস্থাপনা, জেনেরিক টপ লেভেল ডোমেইন’র সামাজিক প্রভাব এবং বহুমুখী অংশীদারিত্ব ও সহযোগিতার প্রসার এ সম্মেলনের মূল আলোচ্য।

বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম’র (বিআইজিএফ) নির্বাহী সহ-সভাপতি ড. আকরাম হোসেন চৌধুরী, বিআইজিএফ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য আফরোজা হক, তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব মুহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ূম এবং বিআইজিএফ সদস্য ও মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন এ সফরে যোগ দেবেন।

আগামী ২৫ জুন তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে আসছেন তথ্যমন্ত্রী। সাইবার নিরাপত্তা, বাংলাভাষায় ইন্টারনেট ঠিকানা, ডোমেইন নাম ও বিষয়বস্তু তৈরির বিষয়ে কর্মরত তথ্যমন্ত্রী সম্প্রতি ইন্টারনেট গভর্নেন্সের ওপর ব্রাজিলের সাও-পাওলোতে ২৩-২৪ এপ্রিল অনুষ্ঠিত নেটবিশ্ব সম্মেলনে যোগদান করেন।

জাতিসংঘ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (ইউএনআইজিএফ), আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ), আইক্যান এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় তথ্য কেন্দ্র নেটওয়ার্ক আয়োজিত বিশ্ব, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ের সম্মেলনসমূহে মন্ত্রী তথ্যপ্রবাহ ও এর প্রযুক্তিগত ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থরক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।