ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন স্পিকার টুইনমস ‘টি২১২’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
নতুন স্পিকার টুইনমস ‘টি২১২’

দেশের বাজারে এসেছে টু্‌ইনমস ব্র্যান্ডের নতুন স্পিকার। বিশ্বখ্যাত এ ব্র্যান্ডের নতুন ‘টি২১২’ মডেলটি এনেছে স্মার্ট টেকনোলজিস।

মনিটর এবং টেলিভিশনে ব্যবহার উপযোগী এ স্পিকারের বিশেষ বৈশিষ্ট্য ম্যাগনেটিক্যাল শিল্ডেট।

ফলে ব্যবহারকারী যখন অন্য যে কোনো ডিসপ্লে ডিভাইসের সঙ্গে এটি সংযোগ করবে তখন সেসব ডিভাইসে ঝিরঝির কিংবা নয়েজ সৃষ্টির ঝামেলা থাকবেনা। ৩৫ ওয়াট আরএমএস সম্পন্ন এ স্পীকারের সাবউফার ৫ ইঞ্চি কন, স্যাটালাইট ৩ ইঞ্চি কন, সিগনাল নয়েজ রেশিও ≥ ডেসিবল।

এক বছরের সার্ভিস ওয়্যারেন্টিসহ দাম দুই হাজার ২৫০ টাকা। আরো জানতে: ‘০১৭৩০৩৫৪৮০৭’।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।